সিলেটে ট্রেনের ধাক্কায় আহত হাতি 'সুন্দরমালা' আর নেই
সিলেটে ‘বিয়েতে আসার’ পথে ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হাতি ‘সুন্দরমালা’ আর নেই। সোমবার (১৯ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টার দিকে হাতিটির মৃত্যু হয়।
সিলেট বিভাগীয় বন কর্মকর্তা মোহাম্মদ আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রোববার খাদ থেকে উদ্ধারের পর হাতিটিকে মালিকের কাছে হস্তান্তর করা হয়েছিল। তবে গুরুতর আহত হওয়ায় হাতিটিকে ওই স্থান থেকে সরানো সম্ভব হয়নি। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ দুপুরে তার মৃত্যু হয়।
এর আগে আহত হাতিটিকে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী এবং প্রাণিসম্পদ অধিদপ্তরের পক্ষ থেকে চিকিৎসাসেবা দেওয়া হয়। সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমিউনোলজি বিভাগের অধ্যাপক ড. সুলতান আহমদ জানান, ট্রেনের ধাক্কায় খাদে পড়ে হাতিটির মেরুদণ্ডে গুরুতর আঘাত লাগে। এতে পেছনের অংশ অসাড় হয়ে যায় এবং তাকে দাঁড় করানো সম্ভব হয়নি।
হাতিটির চিকিৎসা ও সার্বিক অবস্থা পর্যবেক্ষণে বন বিভাগের কর্মকর্তাসহ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক ঢাকা থেকে সিলেটে আসেন। তবে সব চেষ্টা ব্যর্থ করে দিয়ে শেষ পর্যন্ত হাতিটি মারা যায়। চিকিৎসা সংশ্লিষ্টদের মতে, দীর্ঘ সময় একই স্থানে পড়ে থাকার কারণে হাতিটির পেট ফুলে গিয়েছিল, যা অবস্থাকে আরও জটিল করে তোলে।
স্থানীয় সূত্র জানায়, শনিবার (১৮ জানুয়ারি) রাত আনুমানিক ১২টার দিকে সিলেট-ঢাকা রেললাইনের পাশে একটি খাদে পড়ে যায় হাতিটি। ধারণা করা হচ্ছে, ট্রেনের ধাক্কায় আহত হয়ে সে খাদে পড়ে যায়। প্রায় ১৮ ঘণ্টা পর রোববার বিকেল ৩টার দিকে দক্ষিণ সুরমার আলমপুর এলাকার খাদ থেকে ফায়ার সার্ভিসের সহায়তায় হাতিটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের সময় হাতিটির পেছনের দুই পা গুরুতরভাবে আহত ছিল। দীর্ঘ সময় কাদাজলে পড়ে থাকায় সে নিস্তেজ হয়ে পড়ে। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
তবে সিলেট রেলস্টেশন ম্যানেজার নুরুল ইসলাম বলেন, হাতিটি ট্রেনের ধাক্কায় আহত হয়েছে—এমন নিশ্চিত আলামত পাওয়া যায়নি। ওই এলাকায় রেললাইনের পাশাপাশি সড়ক পথ থাকায় বাস বা ট্রাকের ধাক্কাতেও দুর্ঘটনাটি ঘটতে পারে বলে তিনি উল্লেখ করেন।
সংশ্লিষ্টরা জানান, ব্যক্তি মালিকানাধীন এই হাতিটি মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার কামরুল ইসলাম নামের এক ব্যক্তির। একটি বিয়ের অনুষ্ঠানে অংশ নিতে হাতিটিকে ভাড়ায় সিলেটে পাঠানো হয়েছিল। আদর করে হাতিটির নাম রাখা হয়েছিল ‘সুন্দরমালা’। পথে দুর্ঘটনার শিকার হয়ে শেষ পর্যন্ত প্রাণ হারায় হাতিটি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে