অবৈধ অস্ত্রের খবর দিন, আমরা ব্যবস্থা নেব: স্বরাষ্ট্র উপদেষ্টা
স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী নাগরিকদের অবৈধ অস্ত্র সম্পর্কে তথ্য দিতে আহ্বান জানিয়েছেন এবং দ্রুত ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন।
তিনি বলেন, 'অবৈধ অস্ত্র নিয়ে আমরা ঘোষণা দিয়েছি, আপনারা অবৈধ অস্ত্র নিয়ে আমাদের খবর দিন, আমরা তাদের ধরব। যিনি তথ্য দেবেন তাকে পুরস্কৃত করা হবে এবং তার পরিচয় গোপন রাখা হবে।'
শনিবার (৬ সেপ্টেম্বর) মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার মেঘনাপাড়ার গৌগাছিয়া পুলিশ ক্যাম্প পরিদর্শন শেষে তিনি এ কথা বলেন। তিনি আরও জানান, 'পুলিশকে শক্তিশালী করতে কোস্টগার্ড টহল বাড়ানো হবে।'
উপদেষ্টা বলেন, 'মুন্সীগঞ্জবাসীর দীর্ঘদিনের দাবি ছিল এখানে একটি পুলিশ ক্যাম্প। আল্লাহর রহমতে যদিও এটি এখনো স্থায়ী নয়, তবে সাময়িকভাবে এই ক্যাম্প প্রতিষ্ঠা করা হয়েছে। আশা করি এটি স্থায়ী রূপ পাবে। আমি নিজেও মুন্সিগঞ্জের মানুষ, তাই এখানকার বাসিন্দাদের পক্ষ থেকেও ধন্যবাদ জানাই।'
তিনি আরও বলেন, 'গত ৩০ থেকে ৪০ বছরের ঘটনার কথা আমি বলতে পারব না, তবে আমি মনে করি এখানে একটি ক্যাম্প অত্যন্ত প্রয়োজনীয়। আমি অস্বীকার করছি না, দেশে হাজারো সমস্যা আছে। অবশ্যই অনেক সমস্যা রয়েছে, তবে আমাদের এগুলো মোকাবিলা করেই কাজ করতে হবে। আমরা যেভাবে ভালো মনে করব, সেভাবেই কাজ করব। মানুষ সবসময় নিজের স্বার্থের দিকে নজর দেবে, কিন্তু সরকার আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে চেষ্টা করবে। '
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রেঞ্জের ডিআইজি রেজাউল করিম মালিক, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক ফাতেমা তুজ জোহরা, পুলিশ সুপার মোহাম্মদ শামসুল আলম সরকার, গজারিয়া ইউএনও মো. আশরাফুল আলম, ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শফিকুল ইসলাম, কোস্টগার্ড কর্মকর্তা, পুলিশ সদস্য ও গজারিয়া থানা ওসি আনোয়ার আলম আজাদসহ বিভিন্ন কর্মকর্তা।
দীর্ঘ নদীপথ পাড়ি দিয়ে প্রত্যন্ত এ পুলিশ ক্যাম্পে উপদেষ্টার আগমন স্থানীয়দের আনন্দিত করেছে। গ্রামবাসীরা দল বেঁধে তাকে স্বাগত জানিয়ে বলেন, ক্যাম্প প্রতিষ্ঠার পর থেকে অবৈধ বালু উত্তোলন বন্ধ হয়েছে এবং অনেক পরিবার আবার গ্রামে ফিরে আসা শুরু করেছে। উপদেষ্টা তাদের নিরাপত্তার আশ্বাস দেন এবং অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার ঘোষণা দেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে