Views Bangladesh Logo

ইংল্যান্ডের বিপক্ষে ভারতের ঐতিহাসিক জয়

Sports Desk

ক্রীড়া ডেস্ক

ইংল্যান্ডের বিপক্ষে টেস্টে রোমাঞ্চকর এক জয় পেয়েছে ভারত। ৬ রানে এই জয় ভারতের টেস্ট ইতিহাসে সবচেয়ে কম ব্যবধানের জয় হিসেবে রেকর্ডে ঢুকে গেছে।

এই জয়ের ফলে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ ২-২ ব্যবধানে ড্র হলো। এর আগে সবচেয়ে কম ব্যবধানে জয়ের রেকর্ড ছিল ২০০৪ সালে মুম্বাইয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৩ রানে জয়। এবার সেটিও ছাড়িয়ে গেল।

লন্ডনের কিংস্টন ওভালে সিরিজের শেষ টেস্টে টস হেরে প্রথমে ব্যাট করে ২২৪ রানে অলআউট হয় ভারত। সবচেয়ে বেশি ৫৭ রান করেন করুন নায়ার। ইংল্যান্ডের হয়ে গাস অ্যাটকিনসন ৫টি ও জশ টাঙ্গুই ৩টি উইকেট নেন।

জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড করে ২৪৭ রান। ফলে ২৩ রানে এগিয়ে যায় স্বাগতিকরা। জ্যাক ক্রলি করেন ৬৪ রান, হ্যারি ব্রুক ৫৩ ও বেন ডাকেট ৪৩ রান করেন। ভারতের হয়ে মোহাম্মদ সিরাজ ও প্রসিদ্ধ কৃষ্ণা নেন ৪টি করে উইকেট।

দ্বিতীয় ইনিংসে ভারত ঘুরে দাঁড়ায়। জশস্বী জয়সওয়ালের দুর্দান্ত সেঞ্চুরি (১১৮), আকাশ দীপের ৬৬, রবিন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের ফিফটিতে ৩৯৬ রান তোলে দলটি।

জয়ের জন্য ইংল্যান্ডের দরকার ছিল ৩৭৪ রান। কিন্তু ইতিহাস বলছে, ওভালে এত রান চতুর্থ ইনিংসে তাড়া করে জেতার নজির নেই। সর্বোচ্চ ২৬৩ রান তাড়া করে জয়ের রেকর্ড ছিল ১৯০২ সালে।

তবে হ্যারি ব্রুক (১১১) ও জো রুট (১০৪)-এর জোড়া সেঞ্চুরিতে জয়ের পথেই ছিল ইংল্যান্ড। দলীয় ৩৩৭ রানে রুট আউট হওয়ার পর দ্রুত চার ব্যাটার ফিরে যান মাত্র ৩০ রানের ব্যবধানে।

ফলে শেষ পর্যন্ত ৬ রানের হারে তীরে এসে তরী ডোবে ইংল্যান্ডের, আর ঐতিহাসিক এক জয় তুলে নেয় ভারত।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ