পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত যুবকের মরদেহ ফেরত
লালমনিরহাটের পাটগ্রাম সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত সবুজ মিয়ার মরদেহ বাংলাদেশে ফেরত দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাত ১টার দিকে নাজিরগোমানী সীমান্ত পিলার ৮৬৮/৩–এস-এর কাছে ভারতীয় পুলিশ মরদেহটি পাটগ্রাম থানা পুলিশের কাছে হস্তান্তর করে। এ সময় স্থানীয় বিওপি ক্যাম্পের বিজিবি সদস্য, পাটগ্রাম থানা পুলিশ এবং নিহতের স্বজনরা উপস্থিত ছিলেন।
এর আগে বৃহস্পতিবার ভোরে পাটগ্রামের জগতবেড় ইউনিয়নের শমসেরনগর এলাকার পঁচাভান্ডার সীমান্তের ৮৬৪/৫ নম্বর পিলারের কাছে এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েকজন বাংলাদেশি নাগরিক ভারতীয় গরু আনতে শূন্যরেখার কাছে গেলে চেনাকাটা ক্যাম্পের বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে মারা যান সবুজ মিয়া (৩০)। তার সঙ্গীরা পালিয়ে আসতে সক্ষম হলেও সবুজের মরদেহ নিয়ে যায় বিএসএফ।
ঘটনার পর বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী রাতেই মরদেহটি বাংলাদেশে ফিরিয়ে দেওয়া হয়। নিহত সবুজ মিয়া পঁচাভান্ডার গ্রামের সিরাজুল ইসলামের ছেলে।
পাটগ্রাম থানার ওসি মিজানুর রহমান মরদেহ ফেরতের বিষয়টি নিশ্চিত করেছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে