Views Bangladesh Logo

এশিয়া কাপ ফাইনালে আজ মুখোমুখি ভারত-পাকিস্তান

Sports Desk

ক্রীড়া ডেস্ক

১ বছরের ইতিহাসে প্রথমবারের মতো এশিয়া কাপ টি-টোয়েন্টির ফাইনালে মুখোমুখি ভারত ও পাকিস্তান। আজ রোববার দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে এই প্রতীক্ষিত মহারণ।

এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত ভারত। অন্যদিকে পাকিস্তান এসেছে অনেক উত্থান-পতনের পথ পেরিয়ে—এ পর্যন্ত তাদের দুই পরাজয়ই ভারতের বিপক্ষে; একবার গ্রুপপর্বে, একবার সুপার ফোরে। তাই আজকের ফাইনাল তাদের জন্য প্রতিশোধের শেষ সুযোগ।

ভারতের সবচেয়ে বড় শক্তি ওপেনার অভিষেক শর্মা, যিনি একাই গোটা টুর্নামেন্টে ব্যাটিং লাইনআপকে ‘দানবীয়’ রূপ দিয়েছেন। পাকিস্তানের বোলারদের প্রধান লক্ষ্য হবে তাকে দ্রুত ফেরানো। তবে পাকিস্তানের আসল দুশ্চিন্তা তাদের নিজেদের ব্যাটিং নিয়েই। পুরো টুর্নামেন্টে বোলাররা ম্যাচ জেতালেও ব্যাটিং বারবার মুখ থুবড়ে পড়েছে। এমনকি বাংলাদেশকে হারিয়েও ফাইনালে উঠতে তারা মাত্র ১৩৫ রান তুলতে পেরেছিল।

রাতে ডিউ থাকলে দ্বিতীয় ইনিংসে বোলিং করা কঠিন হতে পারে, তাই টস আজকের ম্যাচে একটি বড় ফ্যাক্টর। টস জিতলে দুই অধিনায়কই আগে বোলিং করতে চাইতে পারেন।

ভারত-পাকিস্তান মানেই আবেগ, চাপ ও উত্তেজনায় ভরা এক লড়াই। একদিকে ভারতের ধারাবাহিক আধিপত্য, অন্যদিকে পাকিস্তানের প্রতিশোধের তাড়না—সব মিলিয়ে ক্রিকেট দুনিয়া অপেক্ষা করছে রোমাঞ্চকর ফাইনালের।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ