ঢাকায় পুনরায় চালু ভারতীয় ভিসা সেন্টার
নিরাপত্তাজনিত কারণে সাময়িকভাবে বন্ধ থাকা ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ভারতীয় ভিসা কেন্দ্রের (আইভেক) কার্যক্রম পুনরায় শুরু হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকাল থেকে কেন্দ্রটি স্বাভাবিক নিয়মে ভিসা আবেদন গ্রহণসহ সংশ্লিষ্ট সেবা দিচ্ছে।
এর আগে বুধবার (১৭ ডিসেম্বর) ‘জুলাই ঐক্য’ ব্যানারে ঘোষিত ‘মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন’ কর্মসূচিকে ঘিরে সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় দুপুর ২টা থেকে ভিসা সেন্টারের কার্যক্রম সাময়িকভাবে বন্ধ রাখা হয়।
একই দিন বাংলাদেশে সাম্প্রতিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে গভীর উদ্বেগ জানাতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নয়াদিল্লিতে বাংলাদেশের হাইকমিশনারকে তলব করে। কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে সাম্প্রতিক ঘটনাপ্রবাহ ও সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে।
বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় ভিসা সেন্টারের কার্যক্রম আবার চালু করা হয়েছে। তবে নিরাপত্তা পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে এবং প্রয়োজনে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে