Views Bangladesh Logo

আজ থেকে বন্ধ চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার

নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগের কারণে চট্টগ্রামের ভারতীয় ভিসা সেন্টার (আইভ্যাক) সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। রোববার (২১ ডিসেম্বর) থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কেন্দ্রটির সব ধরনের কার্যক্রম স্থগিত থাকবে বলে জানিয়েছে ভারতীয় সহকারী হাইকমিশন।

রোববার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র আইভ্যাকের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানানো হয়। বিবৃতিতে বলা হয়, বর্তমান নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় নিয়ে চট্টগ্রামের আইভ্যাক সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও উল্লেখ করা হয়, যেসব আবেদনকারীর ভিসা আবেদনের জন্য পূর্বনির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট ছিল, তাদের জন্য পরবর্তীতে নতুন তারিখ জানিয়ে দেওয়া হবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ