Views Bangladesh Logo

বেনাপোলে বাংলাদেশি ২০ পাসপোর্টসহ ভারতীয় ট্রাকচালক আটক

 VB  Desk

ভিবি ডেস্ক

বেনাপোল স্থলবন্দরে ২০টি বাংলাদেশি পাসপোর্টসহ এক ভারতীয় ট্রাকচালককে আটক করেছে কর্তৃপক্ষ। প্রতিটি পাসপোর্টে সাইবেরিয়ার ভিসা ছিল।

বৃহস্পতিবার রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে বেনাপোল বন্দরের কার্গো যানবাহন টার্মিনাল গেটে এ ঘটনা ঘটে। ওই সময় নিরাপত্তা কর্মীরা ট্রাকচালককে থামিয়ে তল্লাশি চালিয়ে পাসপোর্টগুলো জব্দ করে বলে জানান বন্দরের নিরাপত্তা দায়িত্বে থাকা আনসার কমান্ডার হেলালুজ্জামান।

আটক ট্রাকচালকের নাম বেচারাম প্রামাণিক (৪৩)। ট্রাকটির রেজিস্ট্রেশন নম্বর WB-25 F-4310।

হেলালুজ্জামান জানান, বন্দরের কর্তৃপক্ষ আগে থেকেই ভারতীয় এক ট্রাকচালকের মাধ্যমে বাংলাদেশি পাসপোর্ট পাচারের গোপন তথ্য পেয়েছিল। সে কারণে কার্গো টার্মিনাল গেটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

কমান্ডার আরও জানান, পেট্রাপোল বন্দরে আনুষ্ঠানিকতা শেষ করে ট্রাকটি বাংলাদেশে প্রবেশ করে। টার্মিনাল গেটে পৌঁছানোর পর চালকের ব্যাগে তল্লাশি চালিয়ে ২০টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়।

হেলালুজ্জামান বলেন, 'সবগুলো পাসপোর্টেই ২৪ জুন তারিখে ইস্যুকৃত সাইবেরিয়ার ভিসা ছিল। আমাদের ধারণা, এসব ভিসা ইউরোপীয় ইউনিয়নের কোনো দেশে প্রবেশের উদ্দেশ্যে নেয়া হয়েছে।'

পরবর্তী তদন্তের জন্য ট্রাকচালককে স্থানীয় থানায় হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ