জনপ্রিয় গায়ক জুবিন গার্গ আর নেই
ভারতের জনপ্রিয় গায়ক জুবিন গার্গ আর নেই। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় মারা গেছেন তিনি। তার বয়স হয়েছিল ৫২ বছর।
সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং কার্যক্রমে অংশ নেয়ার সময় তিনি সমুদ্রের পড়ে যান। উদ্ধার করে দ্রুত আইসিইউতে নেয়া হলেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। একই দিনে তার নর্থ ইস্ট ফেস্টিভ্যালে পারফর্ম করার কথা ছিল।
জুবিন গার্গের মৃত্যু সংবাদ নিশ্চিত করেছেন আসাম রাজ্য সরকারের মন্ত্রী অশোক সিংহল।
১৯৭২ সালে মেঘালয়ে জন্ম নেয়া জুবিন গার্গের আসল নাম জুবিন বোরঠাকুর। নব্বই দশকে নিজের গোত্রের নাম ব্যবহার করে তিনি ‘গার্গ’ পদবী গ্রহণ করেন।
২০০৬ সালে বলিউডের গ্যাংস্টার সিনেমায় তার কণ্ঠে গাওয়া ‘ইয়া আলি’ গান তাকে খ্যাতি এনে দেয়। এরপর একে একে ‘সুবাহ সুবাহ’ ও ‘ক্যা রাজ হ্যায়’ সহ একাধিক জনপ্রিয় গান উপহার দেন।
তার আকস্মিক মৃত্যুতে সংগীতাঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। বিশেষ করে আসামে তিনি ছিলেন এক সাংস্কৃতিক আইকন। ভক্তদের বিশ্বাস, তার কণ্ঠে অমর হওয়া গানগুলো চিরকাল বেঁচে থাকবে প্রজন্ম থেকে প্রজন্মে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে