Views Bangladesh Logo

দীর্ঘ বিরতির পর হিলি স্থলবন্দর দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু

 VB  Desk

ভিবি ডেস্ক

সাড়ে পাঁচ মাস বিরতির পর হিলি স্থলবন্দর (দিনাজপুর) দিয়ে ভারতীয় পেঁয়াজ আমদানি শুরু হয়েছে। স্থানীয় আমদানিকারকরা জানিয়েছেন, রবিবার দুপুরের মধ্যে পেঁয়াজগুলো হিলি দিয়ে দেশে প্রবেশ করেছে।

হিলি স্থলবন্দর প্ল্যান্ট কোয়ারেন্টাইন সেন্টার জানিয়েছে, কৃষি মন্ত্রণালয় সাতটি আমদানিকারক কোম্পানিকে বৃহস্পতিবার সন্ধ্যা থেকে আজ দুপুর ২টা পর্যন্ত মোট ২৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করতে অনুমতি দিয়েছে। কোম্পানিগুলো হলো: এম/এস সততা বানিজ্যলয়, এম/এস নাশাত ট্রেডার্স, এম/এস আল মক্কা এমপ্রেস, এম/এস জগদীশ চন্দ্র রায়, ক্রাউন ট্রেডিং ইন্টারন্যাশনাল, আনাস গ্রুপ প্রাইভেট লিমিটেড, এবং রাধে-শ্যাম অ্যান্ড সন্স। রাধে-শ্যাম অ্যান্ড সন্স ৫০ মেট্রিক টন, বাকি কোম্পানিগুলো ৩০ মেট্রিক টন আমদানি করতে পারবে।

প্ল্যান্ট কোয়ারেন্টাইন সেন্টারের ডেপুটি ডিরেক্টর আনোয়ার হোসাইন তথ্যটি নিশ্চিত করেছেন এবং জানান, নতুন কোনো আমদানি অনুমতি পরে ঘোষণা করা হবে।

গত ২ মার্চ হিলি দিয়ে শেষবার ২৯ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করা হয়। এরপর স্থানীয় পেঁয়াজের দাম কমা ও ভারতীয় পেঁয়াজের কম চাহিদার কারণে আমদানিকরারা পেঁয়াজ আনা বন্ধ করেছিলেন। তবে সাম্প্রতিক দাম বৃদ্ধির কারণে আমদানিকরারা আবার কৃষি মন্ত্রণালয়ে অনুমতির জন্য আবেদন করেছেন।

এম/এস সততা বানিজ্যলয়ের মালিক বাবলুর রহমান জানান, 'আমার ভারত থেকে ৩০ মেট্রিক টন পেঁয়াজ আমদানি করার অনুমতি আছে। আজ দুপুরে পেঁয়াজ ভর্তি একটি ট্রাক পৌঁছেছে। কাস্টমস ক্লিয়ারেন্সের পর পাইকারী দাম নির্ধারণ করা হবে।'

বীরামপুরের কাটলাবাজারের সবজি ব্যবসায়ী এস্তামুল হক বলেন, 'আজ পেঁয়াজের খুচরা দাম প্রতি কেজি ৭০ টাকা। ভারতীয় পেঁয়াজ আসার পর খুচরা দাম কমে যাবে, যা আগে থেকে কেনা পণ্যের জন্য ক্ষতির কারণ হতে পারে।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ