Views Bangladesh Logo

সাতক্ষীরায় সোয়া কোটি টাকার ভারতীয় ওষুধ জব্দ

বাংলাদেশ কোস্ট গার্ড সাতক্ষীরার শ্যামনগরে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার ভারতীয় ওষুধের একটি চালান জব্দ করেছে। জানা গেছে, চালানটি অবৈধভাবে শুল্ক প্রক্রিয়া এড়িয়ে বাংলাদেশে আনা হয়।

কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. মুনতাসির ইবনে মহসিন শনিবার (২০ সেপ্টেম্বর) সকালে এ তথ্য নিশ্চিত করেন।

গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কৈখালীর সদস্যরা শুক্রবার দুপুর ১২টার দিকে শ্যামনগর থানা এলাকার মীরগঞ্জ ও আশপাশের স্থানে বিশেষ অভিযান চালায়। এ সময় সীমান্তবর্তী একটি চক্রের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়, যারা ভারতীয় ওষুধ চোরাচালানের সঙ্গে জড়িত বলে সন্দেহ করা হচ্ছিল।

অভিযান চলাকালে কোস্ট গার্ড পরিত্যক্ত অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ উদ্ধার করে।

লেফটেন্যান্ট কমান্ডার মহসিন বলেন, ‘জব্দকৃত ওষুধের বিষয়ে আইনগত প্রক্রিয়া চলছে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ