ঢাকায় ভারতীয় হাই কমিশনের উদ্যোগে ‘আইটেক দিবস ২০২৫’ উদযাপন
আইটেক অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএএবি)-এর সহযোগিতায় ‘ইন্ডিয়ান টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশন ডে (আইটেক দিবস ২০২৫)’ উপলক্ষে সংবর্ধনা ও মিলনমেলার আয়োজন করেছে ঢাকায় ভারতীয় হাই কমিশন। সোমবার (১ ডিসেম্বর) হাই কমিশন প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে বাংলাদেশ থেকে প্রায় ১৫০ জন শিক্ষার্থী অংশ নেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন ভারতীয় হাই কমিশনার শ্রী প্রণয় ভার্মা। তিনি বলেন, আইটেক কর্মসূচি ভারতের সাউথ-সাউথ কো-অপারেশনের প্রতি অঙ্গীকারের প্রতিফলন। অংশীদার দেশগুলোর প্রয়োজন ও অগ্রাধিকারের ভিত্তিতে সক্ষমতা বৃদ্ধি ও মানবসম্পদ উন্নয়নে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি জানান, বিগত বছরগুলোতে বাংলাদেশ থেকে ৫০০০ জনের বেশি পেশাজীবী আইটেক প্রশিক্ষণে অংশগ্রহণ করেছেন। বাংলাদেশের আইটেক অ্যালামনাইদের জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সেতুবন্ধ হিসেবে প্রশংসা করেন তিনি। পাশাপাশি অ্যালামনাইদের এক প্ল্যাটফর্মে নিয়ে আসার জন্য আইএএবির উদ্যোগের প্রশংসা জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী অ্যালামনাইরা ভারতে প্রশিক্ষণকালীন অভিজ্ঞতা সম্পর্কে বলেন। বাংলাদেশ বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর), বাংলাদেশ পরমাণু শক্তি কমিশন (বিএইসি), বাংলাদেশ মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন প্রতিষ্ঠান (স্পারসো) এবং বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষ (বিএলপিএ)-সহ বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
আইটেক দিবস উপলক্ষে বাংলাদেশের শিল্পীদের পরিবেশনায় একটি মনোজ্ঞ সংগীতানুষ্ঠানও অনুষ্ঠিত হয়, যেখানে উপস্থাপিত হয় ভারত–বাংলাদেশের সাংস্কৃতিক বন্ধন।
১৯৬৪ সালে প্রতিষ্ঠিত ভারত সরকারের ফ্ল্যাগশিপ কর্মসূচি আইটেক বর্তমানে বিশ্বের ১৬০টিরও বেশি দেশে উন্নয়ন অভিজ্ঞতা ও প্রযুক্তিগত সহযোগিতা প্রদান করছে। প্রতিবছর কৃষি, ব্যবস্থাপনা, সুশাসন, স্বাস্থ্য, আইটি, রিমোট সেন্সিং, নবায়নযোগ্য জ্বালানি, বিচার ব্যবস্থা, নির্বাচন ব্যবস্থাপনা সহ বিভিন্ন ক্ষেত্রে ভারতের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠানে অংশীদার দেশগুলোর জন্য ১২ হাজারেরও বেশি প্রশিক্ষণ স্লট এবং ৩০০-র অধিক কোর্স প্রদান করা হয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে