Views Bangladesh Logo

বাংলাদেশি স্টার্টআপদের সঙ্গে ‘স্টার্টআপ কানেক্ট’ ভারতীয় হাইকমিশনের

বাংলাদেশি স্টার্টআপ প্রতিষ্ঠাতা ও ইকোসিস্টেম নেতাদের সঙ্গে ‘স্টার্টআপ কানেক্ট’ করেছে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন। নতুন অংশীদারিত্ব অন্বেষণে এই নেটওয়ার্কিং অধিবেশনে অংশ নেন ৩০ জনেরও বেশি উদ্যোক্তা।

রোববারের (২৮ সেপ্টেম্বর) এই আয়োজনে ভারত-বাংলাদেশে স্টার্টআপ ইকোসিস্টেমের দ্রুত বৃদ্ধি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং উদ্যোক্তাদের সহযোগিতার সম্ভাবনা তুলে ধরা হয়।

আলোচকরা জোর দিয়ে বলেন, স্টার্টআপগুলো দুই প্রতিবেশীর মধ্যে সেতুবন্ধন ও আন্তঃসীমান্ত অংশীদারিত্ব জোরদারসহ পরস্পরের সঙ্গে বিনিময়ে প্রবৃদ্ধি অর্জন করতে পারে।

অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা বলেন, ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ গঠনে উদ্ভাবন-নেতৃত্বাধীন প্রবৃদ্ধি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তার মতে, স্টার্টআপগুলো কর্মসংস্থান ও সমাধান তৈরির পাশাপাশি নতুন ধারণা ও অংশীদারিত্বে দ্বিপাক্ষিক সম্পর্ককেও শক্তিশালী করে।

প্রণয় ভার্মা আশা প্রকাশ করেন, ‘স্টার্টআপ কানেক্ট’ উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ভবিষ্যৎমুখী ধারণা তৈরিতে অবদান রাখবে। 


বাংলাদেশের স্টার্টআপ খাতের বেশ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিত্বও এতে তাদের অভিজ্ঞতা তুলে ধরেন। তাদের মধ্যে নানা ক্ষেত্রে বাংলাদেশের স্টার্টআপ শিল্পের দ্রুত সম্প্রসারণ নিয়ে আলোচনা করেন টেকনোহেভেন কোম্পানি লিমিটেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা এবং এমসিসিআইয়ের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট হাবিবুল্লাহ এন করিম। তরুণ উদ্যোক্তাদের জন্য সুযোগ ও ভারত-বাংলাদেশ সফল সহযোগিতার উদাহরণ তুলে ধরেন আইকোরি ও টেন মিনিট স্কুলের সহ-প্রতিষ্ঠাতা মির্জা সালমান হোসেন বেগ। বিশ্বজুড়ে প্রযুক্তি প্রতিভা ও সর্বোত্তম অনুশীলনের অ্যাক্সেসে ভারতের সাথে কাজ করার তার অভিজ্ঞতা বর্ণনা করেন শপআপ বাংলাদেশের সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা আতাউর রহিম চৌধুরী।

অংশগ্রহণকারীরা আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেন, এ ধরনের আয়োজন উদ্ভাবন, তহবিল, প্রযুক্তিগত সহায়তা ও বাজার সংযোগে আন্তঃসীমান্ত সহযোগিতা বাড়াবে।

অধিবেশনটি ছিল ভারতের কোয়েম্বাটুরে ৯-১০ অক্টোবর অনুষ্ঠিতব্য তামিলনাড়ু গ্লোবাল স্টার্টআপ সামিটের (টিএনজিএসএস) সূচনা আয়োজন। দেশটির বৃহত্তম ওই স্টার্টআপ সমাবেশে অংশ নেবেন বেশ কয়েকটি বাংলাদেশি স্টার্টআপসহ ৩৯টি দেশের প্রতিনিধিরা। সামিটটি তাদেরকে বিনিয়োগকারী, শিল্পনেতা এবং সম্ভাব্য ব্যবসায়িক সুযোগের সাথে সংযোগ স্থাপনে প্ল্যাটফর্মও দেবে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ