২৯ জেলে-মাঝিকে ধরে নিয়ে গেছে ভারতীয় কোস্টগার্ড
বঙ্গোপসাগরে মাছ আহরণের সময় বাংলাদেশি ২৯ জন জেলে ও দুইজন মাঝিসহ একটি ট্রলারকে ভারতীয় কোস্টগার্ড ধরে নিয়ে গেছে। শনিবার (১৫ নভেম্বর) রাতে ট্রলারটি ভারতের দক্ষিণ ২৪ পরগানা উপকূলীয় এলাকায় অবস্থানকালে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।
আটককৃত ট্রলারটির নাম ‘আমেনা গণি’ এবং এটি চট্টগ্রামের ফিশারি ঘাটের। ট্রলারের মালিক সৈয়দ নূর জানিয়েছেন, মহেশখালীর ধলঘাট এলাকা থেকে ১২ নভেম্বর সকাল ১০টায় ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যায়। সেখানে মোট ২৯ জন জেলে ও দুজন মাঝি ছিলেন। মাঝিরা পরে ফোনে জানিয়েছে যে ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করেছে।
সৈয়দ নূর জানিয়েছেন, বিষয়টি ইতিমধ্যে সমুদ্র মৎস্য অধিদফতরকে জানানো হয়েছে। শেষ খবর পাওয়া অনুযায়ী, ট্রলার ও আটককৃতরা বর্তমানে ভারতের দক্ষিণ ২৪ পরগানা কোস্টাল থানার হেফাজতে রয়েছেন। তবে তাদের আটক হওয়ার সঠিক কারণ এখনও জানা যায়নি।
আটককৃতদের মধ্যে রয়েছেন মোহাম্মদ জাহাঙ্গীর, আবু বক্কর, ফেরদৌস, সায়েদ আলী, বখতিয়ার আলম, শহিদুল্লাহ, আবু ছৈয়দ নূরী, সাইফুল ইসলাম, তাহসীন, সাহাব উদ্দিন, তারেকুল ইসলাম, মিন্নাতুল, মোহাম্মদ তারেক, ফুতু আলম, সাজ্জাদ, নেছার আহমদ, সালমান, জসিম উদ্দিন, কালু মিয়া, মিজান, আরাফাত, হারুন, মিঠু, হাসান, পারভেজ ও তৌহিদ। সকলের বাড়ি কক্সবাজারের মহেশখালীতে।
নেছার আহমদের স্ত্রী সালেহা বেগম জানান, ‘গত শনিবার সন্ধ্যা সাড়ে ৭টায় শেষবার স্বামীর সঙ্গে কথা হয়েছিল। তিনি জানিয়েছিলেন যে ঘন কুয়াশায় পথ হারিয়েছেন। রাত ৯টার পর থেকে ফোনের সংযোগ পাওয়া যাচ্ছেনা।’
চট্টগ্রাম সমুদ্র মৎস্য অধিদফতরের পরিচালক মো. আবদুস ছাত্তার বাংলা ট্রিবিউনকে জানিয়েছেন, ‘আমি বিষয়টি শুনেছি। আটককৃত জেলেদের বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে।’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে