সত্যজিৎ রায়ের বাড়ি ভাঙার সিদ্ধান্তে পুনর্বিবেচনার আহ্বান ভারতের
ময়মনসিংহে প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলার সিদ্ধান্তে উদ্বেগ জানিয়ে বাংলাদেশ সরকারের প্রতি তা পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে ভারত। ঐতিহ্যবাহী এ ভবন রক্ষায় প্রয়োজনে সহযোগিতার আগ্রহও প্রকাশ করেছে দেশটি।
মঙ্গলবার (১৫ জুলাই) ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, 'গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করছি, বাংলাদেশের ময়মনসিংহে অবস্থিত প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ও সাহিত্যিক সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের বাড়িটি ভেঙে ফেলা হচ্ছে। এই বাড়িটি ছিল তার দাদা, বিশিষ্ট সাহিত্যিক উপেন্দ্রকিশোর রায় চৌধুরীর।'
বিবৃতিতে জানানো হয়, বর্তমানে বাংলাদেশ সরকারের মালিকানাধীন ভবনটি দীর্ঘদিন ধরে জরাজীর্ণ অবস্থায় রয়েছে। তবে এটি বাংলার সাংস্কৃতিক জাগরণের প্রতীক বলেই এর ঐতিহাসিক গুরুত্ব রয়েছে। সেই বিবেচনায় ভবনটি ভাঙার সিদ্ধান্ত পুনর্বিবেচনার পরামর্শ দিয়েছে ভারত। বিকল্প হিসেবে ভবনটি সংস্কার ও পুনর্নির্মাণ করে একটি সাহিত্য জাদুঘর কিংবা ভারত-বাংলাদেশের অভিন্ন সংস্কৃতির প্রতীক হিসেবে রূপ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।
এ উদ্দেশ্যে ভারত সরকার সহযোগিতার হাত বাড়াতে আগ্রহী বলেও জানানো হয়।
এদিকে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও একই আহ্বান জানিয়ে বলেছেন, সত্যজিৎ রায়ের পূর্বপুরুষদের স্মৃতি বহনকারী ঐতিহ্যবাহী এই ভবন ভেঙে ফেলার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত।
উল্লেখ্য, ময়মনসিংহ শহরের হরিকিশোর রায় রোডের ঐতিহ্যবাহী বাড়িটি একসময় শিশু একাডেমি হিসেবে ব্যবহৃত হতো। তবে ২০০৭ সালের পর থেকে ভবনটির জীর্ণ অবস্থার কারণে আর কোনো কার্যক্রম চালানো সম্ভব হয়নি। পরিত্যক্ত এ ভবনটি ভেঙে সেখানে একটি বহুতল ভবন নির্মাণের পরিকল্পনা নিয়েছে শিশু একাডেমি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে