ভারত যাচ্ছেন মেসি, কলকাতা স্বাগত জানাবে ঐতিহাসিক ৭০ ফুটের মূর্তি দিয়ে
ফুটবল কিংবদন্তি লিওনেল মেসি ১৪ বছর পর ভারত সফরে যাচ্ছেন। 'GOAT India Tour 2025' উপলক্ষে তার তিন দিনের সফরকে কেন্দ্র করে ভারতজুড়ে দেখা দিয়েছে ব্যাপক উচ্ছ্বাস।
মেসি শুক্রবার (১২ ডিসেম্বর) রাতে ভারতে পৌঁছাবেন। এরপর ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত তিনি কলকাতা, হায়দরাবাদ, মুম্বাই ও নয়াদিল্লি—এই চারটি শহর সফর করবেন। প্রতিটি শহরে তার সম্মানে বিশেষ আয়োজন করা হয়েছে।
সফরের সবচেয়ে বড় আকর্ষণ কলকাতায় মেসির ৭০ ফুট উচ্চতার মূর্তি উন্মোচন, যা বিশ্বের সবচেয়ে বড় ফুটবলারের মূর্তি হিসেবে ইতিহাস গড়বে।
১৫ ডিসেম্বর সফরের শেষ দিনে মেসি নয়াদিল্লিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সাক্ষাৎ করবেন।
মেসির সঙ্গে ইন্টার মায়ামির সতীর্থ লুইস সুয়ারেজ ও আর্জেন্টিনার মিডফিল্ডার রদ্রিগো দি পলও সফরের কিছু অংশে যোগ দেবেন বলে জানা গেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে