ঢাকায় বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও সরঞ্জাম পাঠাচ্ছে ভারত
রাজধানীর উত্তরা এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের পাশে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ আহতদের সহায়তায় ভারত থেকে বিশেষজ্ঞ চিকিৎসক, নার্স ও আধুনিক চিকিৎসা সরঞ্জাম পাঠানো হচ্ছে। দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্পরিক আলোচনার ভিত্তিতে এ উদ্যোগ নেয়া হয়েছে।
দিল্লির পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি উচ্চপদস্থ সূত্র জানিয়েছে, বার্ন ইউনিটে অভিজ্ঞ দুজন চিকিৎসক ও একটি ছোট নার্সিং টিম মঙ্গলবারের মধ্যেই ঢাকায় পৌঁছাবেন। পাশাপাশি দগ্ধ রোগীদের চিকিৎসায় ব্যবহৃত বিশেষায়িত চিকিৎসা সরঞ্জামও পাঠানো হচ্ছে। পরিস্থিতি অনুযায়ী ভবিষ্যতে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর পরিকল্পনাও রয়েছে।
জানা গেছে, দুর্ঘটনার পরপরই ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশের পররাষ্ট্র সচিবকে ফোন করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। ওই দিন সন্ধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ শোক প্রকাশ করে লেখেন, “ভারত বাংলাদেশের পাশে আছে এবং প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।”
এরপর থেকে ঢাকাস্থ ভারতীয় হাইকমিশন ও দুই দেশের সরকারের মধ্যে সরাসরি যোগাযোগ অব্যাহত রয়েছে। বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, অধিকাংশ আহত ব্যক্তির শরীর মারাত্মকভাবে পুড়ে গেছে। তাই বার্ন ইউনিটে অভিজ্ঞ চিকিৎসক, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও ওষুধপত্র অত্যন্ত প্রয়োজন। ভারত সেই অনুরোধকে গুরুত্ব দিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করে।
বর্তমানে ভারতের পক্ষ থেকে আরও চিকিৎসক ও নার্স পাঠানোর কার্যক্রমও চলছে বলে নিশ্চিত করেছে কূটনৈতিক সূত্র।
বিশ্লেষকরা বলছেন, গত এক বছর ধরে ভারত-বাংলাদেশ দ্বিপক্ষীয় সম্পর্কে কিছুটা শীতলতা থাকলেও, এই সংকটময় মুহূর্তে দুই দেশের পারস্পরিক সহযোগিতা মানবিক বন্ধনের শক্তিশালী দিকটি আবারও তুলে ধরেছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে