ঢাকায় এসিসির সভাতে আসতে চায় না ভারত
বাংলাদেশ সফর স্থগিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। আইসিসির পূর্ব নির্ধারিত সূচিতে আগস্টে তিনটি ওয়ানডে ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ঢাকায় আসার কথা ছিল ভারতীয় দলের। তবে নিরাপত্তার শঙ্কা দেখিয়ে সিরিজটি এক বছর পিছিয়ে দিয়েছে তারা। শুধু সফরই নয়, বাংলাদেশে নির্ধারিত এশিয়া কাপ সংক্রান্ত সভাতেও অংশ নিতে চায় না বিসিসিআই।
ভারতীয় গণমাধ্যম আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, সেপ্টেম্বরের এশিয়া কাপের সূচি চূড়ান্ত করতে ঢাকায় একটি সভার আয়োজন করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। কিন্তু বিসিসিআই জানিয়েছে, ঢাকা থেকে সভা না সরালে তারা শুধু সভাতেই নয়, পুরো এশিয়া কাপেই অংশ নেবে না।
বিসিসিআই-এর পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় তারা প্রতিনিধি পাঠাতে আগ্রহী নয়।
উল্লেখ্য, এবার টি-টোয়েন্টি ফরম্যাটে অনুষ্ঠিত হতে যাওয়া এশিয়া কাপের আয়োজক ভারত। কিন্তু পাকিস্তান ভারত সফরে যেতে না চাওয়ায় নিরপেক্ষ ভেন্যুতে আয়োজনের পরিকল্পনা করছে এসিসি। সম্ভাব্য ভেন্যু হিসেবে শ্রীলঙ্কা ও সংযুক্ত আরব আমিরাতের নাম শোনা গেলেও বিসিসিআই আরব আমিরাতকেই অগ্রাধিকার দিচ্ছে।
৫ সেপ্টেম্বর থেকে টুর্নামেন্ট শুরুর কথা থাকলেও ভারত সরকারের অনুমোদন ছাড়া কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেবে না বিসিসিআই।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে