Views Bangladesh Logo

এশিয়া কাপে ভারত-পাকিস্তান মহারণ আজ

Sports Desk

ক্রীড়া ডেস্ক

জ রাতে ভারত ও পাকিস্তান মুখোমুখি হচ্ছে এশিয়া কাপ ২০২৫-এর হাই-ভোল্টেজ ম্যাচে। বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। জয়ী দল উঠবে সুপার ফোরে।

প্রথম ম্যাচে আমিরাতকে নয় উইকেটে হারিয়ে আসা ভারত এ ম্যাচে ফেভারিট হিসেবে নামছে। অন্যদিকে, ওমানকে ৯৩ রানে হারিয়ে দুর্দান্ত ছন্দে আছে পাকিস্তান। উভয় দলই প্রায় অপরিবর্তিত একাদশ নিয়েই মাঠে নামবে বলে ধারণা করা হচ্ছে।

ভারতের সম্ভাব্য একাদশ: অভিষেক শর্মা, শুভমান গিল, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব (অধিনায়ক), তিলক বর্মা, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী। অলরাউন্ডার ও স্পিনাররা হবে দলে ভরসার মূল ভিত্তি।

পাকিস্তানের সম্ভাব্য একাদশ: সাহেবজাদা ফারহান, সাইম আইয়ুব, ফখর জামান, সালমান আলি আগা (অধিনায়ক), হাসান নবাজ, মোহাম্মদ হারিস (উইকেটকিপার), মোহাম্মদ নবাজ, ফাহিম আশরাফ/হারিস রউফ, শাহীন শাহ আফ্রিদি, সুফিয়ান মুকিম, আব্দুর আহমেদ। গতি আক্রমণকে শক্তিশালী করতে হারিস রউফ ফিরতে পারেন, আর ওমান ম্যাচে খেলা স্পিনার আব্দুর আহমেদ ও সুফিয়ান মুকিম খেলা চালিয়ে যাবেন বলে আশা।

রাজনৈতিক সমালোচনার মাঝেও ভারতের অংশগ্রহণের পক্ষে অবস্থান নিয়েছেন বিসিসিআই সচিব দেবজিত শইকিয়া। তিনি বলেছেন, 'আমরা এশিয়া কাপে অংশ নিচ্ছি কারণ এটি একটি বৈশ্বিক প্রতিযোগিতা, যেমন অলিম্পিক বা ফিফা টুর্নামেন্ট। বহুজাতিক আসর বর্জন করা হলে ভারতের বিশ্ব ক্রিকেটে অবস্থান ক্ষতিগ্রস্ত হবে।'

রাজনীতি ঘিরে বিতর্ক থাকলেও ভক্তদের উন্মাদনা তুঙ্গে। বিশ্বের কোটি কোটি দর্শক দেখবে এই ম্যাচ, যা ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা প্রতিদ্বন্দ্বিতার আরেকটি রোমাঞ্চকর অধ্যায় হয়ে উঠবে বলে আশা করা হচ্ছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ