টস জিতে বোলিংয়ে ভারত, নেই হার্ডিক
পাকিস্তানের বিপক্ষে এশিয়া কাপের ফাইনালে টস জিতে বোলিং নিয়েছে ভারত। একাদশে তিনটি পরিবর্তন এনেছে তারা। ইনজুরির কারণে খেলতে পারছেন না হার্ডিক পান্ডিয়া। তার জায়গায় রিংকু সিং এসেছেন একাদশে।
রোববার (২৮ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত সাড়ে আটটায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হচ্ছে দুই দল।
শ্রীলঙ্কার বিপক্ষে সুপার ফোরের ম্যাচে বোলিং করতে গিয়ে দশম ওভারে ইনজুরি নিয়ে মাঠ ছেড়েছিলেন পান্ডিয়া। ফিট না হওয়ায় খেলতে পারছেন না তিনি।
আগেই ফাইনাল নিশ্চিত হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে ভারত জাসপ্রিত বুমরাহ ও শিভাম দুবেকে বিশ্রাম দিয়েছিলেন। অর্শদীপ সিং ও হার্শিত রানাকে বসিয়ে তাদের একাদশে ফেরানো হয়েছে।
পাকিস্তান অপরিবর্তিত একাদশ নিয়ে খেলছে। অধিনায়ক সালমান আগা জানিয়েছেন, এই উইকেটে তারা আগেও খেলেছেন। এখনো পারফেক্ট ম্যাচ খেলতে পারেননি তারা। ফাইনালে সেরাটা দিতে মুখিয়ে আছেন।
ভারতের একাদশ: শুভমন গিল, অভিষেক শর্মা, সূর্যকুমার যাদব, তিলক ভার্মা, সানজু স্যামসন, শিভাম দুবে, রিংকু সিং, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, জাসপ্রিত বুমরাহ, বরুণ চক্রবর্তী।
পাকিস্তানের একাদশ: শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাঈম আইয়ূব, সালমান আগা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে