Views Bangladesh Logo

বাংলাদেশকে চিকিৎসা সহায়তা অব্যাহত রাখার আশ্বাস ভারতের

 VB  Desk

ভিবি ডেস্ক

মাইলস্টোন স্কুল এন্ড কলেজে বিমান বিধ্বস্তে আহতদের চিকিৎসা সহায়তা দিতে ঢাকায় আসা ভারতীয় চিকিৎসক দল জানিয়েছেন, ভবিষ্যতেও যেকোনো প্রয়োজনে ভারত বাংলাদেশকে চিকিৎসাসহ সব ধরনের সহায়তা দিতে প্রস্তুত।


প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎকালে চিকিৎসকরা জানান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্দেশেই তারা চিকিৎসা সহায়তা দিতে এসেছেন। দুর্ঘটনাটির পর পরই বাংলাদেশের পাশে থাকার অঙ্গীকার এবং প্রয়োজনীয় চিকিৎসা সহযোগিতা দেয়ার ঘোষণা দেন মোদি।


২৩ জুলাই (বুধবার) ঢাকায় এসে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চার দফা পরামর্শ দেন এবং গুরুতর আহত রোগীদের চিকিৎসার অগ্রগতি পর্যবেক্ষণ করেন চিকিৎসা দলটি। চারজনের দলে ছিলেন দুজন পোড়া রোগ বিশেষজ্ঞ এবং দুজন নার্সিং সহকারী। তারা ভারতের স্বনামধন্য আরএমএল ও সফদারজং হাসপাতালের চিকিৎসক ও নার্স। কাজ শেষে ২৮ জুলাই (সোমবার) দেশে ফিরে যান তারা।


প্রধান উপদেষ্টাকে চিকিৎসা দলের প্রধান বলেন, 'বাংলাদেশ যদি পুনর্বাসন, চিকিৎসা সরঞ্জাম কিংবা উন্নত চিকিৎসার প্রয়োজন জানায়, ভারত সব সময় প্রস্তুত। কেউ ভারতে চিকিৎসা নিতে চাইলে আমরা দ্রুত সে ব্যবস্থাও করব’।

জাতীয় বার্ন  ইন্সটিটিউটের চিকিৎসা সুবিধা ও ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশও করেন দলটি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ