এজবাস্টনের ঐতিহাসিক জয়ে সিরিজ সমতায় ভারত
এজবাস্টনে ৫৮ বছরের অপেক্ষার অবসান ঘটাল ভারত। প্রথমবারের মতো এই ভেন্যুতে টেস্ট ম্যাচ জিতে ইংল্যান্ডকে ৩৩৬ রানে হারিয়েছে তারা। এই জয়ের মধ্য দিয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১–১ সমতা ফিরিয়েছে শুভমান গিলের দল। একই সঙ্গে এটি বিদেশের মাটিতে ভারতের সবচেয়ে বড় ব্যবধানে টেস্ট জয়।
ম্যাচে ভারতের নায়ক তরুণ পেসার আকাশ দীপ। প্রথম ইনিংসে চার উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে মাত্র ৯৯ রানে ছয় উইকেট নিয়ে ম্যাচে ১০ উইকেটের মালিক হন তিনি, যা ইংল্যান্ডের মাটিতে কোনো ভারতীয় বোলারের সেরা ম্যাচ ফিগার।
ভারত প্রথম ইনিংসে তুলে ৫৮৭ রান। অধিনায়ক গিল খেলেন ক্যারিয়ার–সেরা ২৬৯ রানের ইনিংস- যেটি টেস্টে কোনো ভারতীয় অধিনায়কের সর্বোচ্চ স্কোর। তাকে সঙ্গ দেন জাদেজা (৮৯) ও ওয়াশিংটন সুন্দর (৭৭)। জবাবে ইংল্যান্ড অলআউট হয় ৪০৭ রানে। সিরাজ ৬ উইকেট, আকাশ দীপ ৪ উইকেট নেন।
দ্বিতীয় ইনিংসেও ব্যাটিং দাপট দেখায় ভারত। গিল ফের করেন ১৬১ রান, সঙ্গে ঋষভ পন্ত (৬৫) ও জাদেজা অপরাজিত ৬৯ রান করলে দলীয় সংগ্রহ দাঁড়ায় ৪২৭। এরপর ইংল্যান্ডকে দেয় ৬০৮ রানের লক্ষ্য।
চতুর্থ দিন শেষে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ১২৩/৩। পঞ্চম দিনে বৃষ্টি কেটে গেলে পেসার আকাশ দীপ ফেরান ওলি পোপ ও হ্যারি ব্রুককে। উইকেট ধরে রাখার চেষ্টা করেও থেমে যান জেমি স্মিথ (৮৮)। শেষ পর্যন্ত ইংল্যান্ড অলআউট হয় ২৭১ রানে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে