Views Bangladesh Logo

'বাংলাদেশ থেকে কূটনীতিক পরিবারের সদস্যদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত'

বাংলাদেশে থাকা সব মিশন থেকে কূটনীতিকদের পরিবারের সদস্যদের ‘সরিয়ে নেওয়ার’ সিদ্ধান্ত নিয়েছে ভারত বলে জানিয়েছে দেশটির বিভিন্ন সংবাদপত্র।

ভারতে সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, কূটনীতির ভাষায় বাংলাদেশকে একটি ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হিসেবে ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। ‘নিরাপত্তাজনিত’ কারণে ঢাকায় দেশটির হাই কমিশনসহ বাংলাদেশে থাকা পাঁচটি মিশনেই ‘নন-ফ্যামিলি’ পোস্টিং হবে।

এই মিশনগুলো হল- ঢাকার হাই কমিশন এবং চট্টগ্রাম, খুলনা, রাজশাহী ও সিলেটে অবস্থিত চারটি সহকারী হাই কমিশন।তবে পাঁচটি কূটনৈতিক মিশনই ‘পূর্ণ সক্ষমতায় কার্যক্রম’ চালিয়ে যাবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

ভারতীয় সংবাদ সংস্থা এএনআই এর প্রতিবেদনে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরাত এসব তথ্য দেওয়া হলেও কারও নাম উল্লেখ করা হয়নি। এব্যাপারে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কারও বক্তব্যও তুলে ধরা হয়নি।

হিন্দুস্তান টাইমস এর প্রতিবেদন বলছে, ‘নন-ফ্যামিলি’ পোস্টিং ভারতীয় কূটনীতিকদের জন্য সবচেয়ে কঠোর নিরাপত্তা ব্যবস্থাগুলোর একটি। যুদ্ধের পর ভারতের সঙ্গে সম্পর্ক সর্বনিম্ন পর্যায়ে থাকা পাকিস্তানে বর্তমানে ‘নো চিলড্রেন’ পোস্টিং রাখা হয়েছে, যেখানে শুধু স্বামী বা স্ত্রী কর্মকর্তাদের সঙ্গে থাকার অনুমতি পাচ্ছেন।

চব্বিশের গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে দুই প্রতিবেশী বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক অভিযোগ ও জনবিক্ষোভ নিয়ে টানাপড়েন চলছে। বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্বে আসার পর থেকে চলছে কূটনৈতিক বার্তা বিনিময়। পাল্টাপাল্টি চিঠি চালাচালির মধ্যে একই দিনে দুই দেশের কূটনীতিককে তলবের মত বিরল ঘটনাও ঘটেছে।

একই সঙ্গে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন করা হচ্ছে বলে একের পর এক অভিযোগ করছে ভারত। এ নিয়ে ভারতে বাংলাদেশ মিশনের সামনে বিক্ষোভ, ধস্তাধস্তির ঘটনাও ঘটেছে। বাংলাদেশেও ভারতের মিশনগুলোর সামনে বিক্ষোভের ঘটনা ঘটেছে একাধিকবার।

সবশেষ আইপিএল থেকে বাংলাদেশের ক্রিকেটার মুস্তাফিজকে বাদ দেওয়া নিয়ে সম্পর্ক আরও শীতল হয়েছে।

তবে এরই মধ্যে সাবেক প্রধানমন্ত্রী বিএনপির সাবেক চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুর পর ভারতের শীর্ষ নেতাদের সফর ও শোকবার্তা ঢাকা-দিল্লি সম্পর্ককের বরফ কিছুটা গলিয়ে ফেলে বলে মনে হয়।

এ অবস্থার মধ্যেই ১২ ফেব্রুয়ারির ত্রয়োদশ সংসদ নির্বাচনের সপ্তাহ তিনেক আগে ‘নিরাপত্তাজনিত’ কারণে কূটনীতিকদের পরিবারের সদস্যদের বাংলাদেশে থাকা সব মিশন থেকে ‘সরিয়ে নেওয়ার’ সিদ্ধান্তের বিষয়ে জানা গেল।

একাধিক কূটনৈতিক সূত্র ভিউজ বাংলাদেশকে জানিয়েছে, ইতোমধ্যে ইউরোপীয় ইউনিয়নের অন্তর্ভুক্ত বেশ কয়েকটি দেশের কূটনীতিকরাও তাদের পরিবারের সদস্যদের স্ব স্ব দেশে পাঠিয়ে দিয়েছেন।

তবে, এখন পর্যন্ত এব্যাপারে দায়িত্বশীল কারো মন্তব্য পাওয়া যায় নি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ