চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশির মরদেহ ফেরত দিল ভারত
চুয়াডাঙ্গার দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে নিহত বাংলাদেশি ইব্রাহিম বাবুর মরদেহ ফেরত দিয়েছে ভারতীয় কর্তৃপক্ষ।
মৃত্যুর ছয়দিন পর মঙ্গলবার (৮ জুলাই) রাত ৯টার দিকে চুয়াডাঙ্গার দর্শনা সীমান্তের ৭৬ নম্বর পিলারের কাছে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর (বিজিবি ও বিএসএফ) মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে বাবুর মরদেহ হস্তান্তর করা হয়।
পতাকা বৈঠকে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের দর্শনা কোম্পানি কমান্ডার ও বিএসএফের ৩২ ব্যাটালিয়নের গেদে কোম্পানি কমান্ডেন্ট। বৈঠক শেষে ভারতের নদীয়া জেলার কৃষ্ণনগর থানার পুলিশ সদস্যরা চুয়াডাঙ্গার দর্শনা থানার পুলিশের কাছে বাবুর মরদেহ হস্তান্তর করে।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, গত ২ জুলাই চুয়াডাঙ্গার দামুড়হুদার ঝাঁঝাডাঙ্গা সীমান্তে বিএসএফের গুলিতে নিহত হন বাংলাদেশি নাগরিক ইব্রাহিম বাবু। তার লাশ নিয়ে ভারতের অভ্যন্তরে একটি হাসপাতালে রাখা হয়। পরে লাশ ফেরত চেয়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়। এর প্রেক্ষিতে টানা ৬ দিন পর মঙ্গলবার রাতে দর্শনা সীমান্ত দিয়ে তার লাশ হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন হয়।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদ তিতুমীর জানান, ভারতীয় পুলিশের কাছ থেকে লাশ বুঝে নিয়ে নিহতের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
পতাকা বৈঠকে বিজিবির পক্ষে উপস্থিত ছিলেন ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আসিফ মাহমুদ এবং বিএসএফের পক্ষে ছিলেন ৩২ ব্যাটালিয়নের কমান্ডেন্ট শ্রী সুজিত কুমার।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে