Views Bangladesh Logo

পাচারের শিকার ৩০ বাংলাদেশি কিশোর-কিশোরীকে হস্তান্তর করল ভারত

 VB  Desk

ভিবি ডেস্ক

ভারতে পাচারের শিকার ৩০ জন বাংলাদেশি কিশোর-কিশোরীকে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ফেরত পাঠিয়েছে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ। ফেরত আসাদের মধ্যে ১৯ জন কিশোর ও ১১ জন কিশোরী রয়েছে।

বুধবার (১৯ নভেম্বর) বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের মাধ্যমে তাদের বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়।

জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রোগ্রাম অফিসার রেখা বিশ্বাস জানান, ফেরত আসাদের প্রত্যেকের ঘটনা আলাদা হলেও বেশির ভাগ ক্ষেত্রে ভালো কাজের প্রলোভন দেখিয়ে দালালরা তাদের সীমান্তের বিভিন্ন পথ দিয়ে অবৈধভাবে ভারতে পাচার করেছিল। ভারতে কাজের খোঁজে ঘোরাঘুরির সময় তারা অবৈধ অনুপ্রবেশের অভিযোগে পশ্চিমবঙ্গসহ বিভিন্ন রাজ্যে পুলিশের হাতে আটক হয়। আদালতে সোপর্দের পর বিভিন্ন মেয়াদে সাজা দিয়ে তাদের কারাগারে পাঠানো হয়।

সাজা শেষে ভারতের মানবাধিকার সংগঠনগুলো তাদের শেল্টার হোমে রাখে। পরে দুই দেশের হাইকমিশন ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উদ্যোগে ট্রাভেল পাশের মাধ্যমে তারা দেশে ফেরার সুযোগ পায়।

ফেরত আসাদের মধ্যে চারজন জানান, তাদের মা–বাবা এখনো ভারতের কারাগারে আটক আছেন। শেল্টার হোমের সহায়তায় তাদের ঠিকানা সংগ্রহ করে বাংলাদেশে পাঠানো হয়েছে। সাতক্ষীরার আলীপুর গ্রামের তিন কিশোরী বলেন, “আমাদের মায়েরাও ভারতের জেলে আছেন, তারা কখন ছাড়া পাবেন জানি না।”

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের ওসি সাখাওয়াত হোসেন জানান, ফেরত আসাদের প্রাথমিকভাবে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এরপর তাদের বাড়ি পৌঁছে দেওয়ার জন্য মানবাধিকার সংগঠনগুলোর কাছে দেওয়া হবে।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন শাহ জানান, বুধবার রাতেই কিশোর-কিশোরীদের তিনটি মানবাধিকার সংগঠনের কাছে হস্তান্তর করা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ