এশিয়া কাপ
২৭ বলে আমিরাতকে উড়িয়ে দিল ভারত
ভারত দুর্দান্তভাবে শুরু করেছে তাদের এশিয়া কাপ মিশন। বুধবার (১০ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাতকে ৯ উইকেটে হারিয়েছে তারা। মাত্র ২৭ বলেই লক্ষ্য তাড়া করে ম্যাচ জিতে নেয় ভারত।
প্রথমে ব্যাট করতে নেমে ভারতের বোলিং তোপে মাত্র ৫৭ রানে গুটিয়ে যায় আমিরাত। জসপ্রিত বুমরাহ শুরুতেই ফিরিয়ে দেন ওপেনার শরাফুকে (২২)। অধিনায়ক ওয়াসিমও বেশি সময় টিকতে পারেননি। নবম ওভারে কুলদীপ যাদব একাই তিন উইকেট তুলে নিয়ে ওমানের মিডল অর্ডার ধ্বসিয়ে দেয়। মাত্র ১০ রানের মধ্যে ৮ উইকেট হারিয়ে বসে স্বাগতিকরা।
জবাবে ভারতীয় ওপেনাররা শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করেন। অভিষেক শর্মা ১৬ বলে ৩০ রান করে আউট হলেও শুভমান গিল (৯ বলে ২০) দ্রুত রান তুলে নেন। ফলে মাত্র ৪.৩ ওভারেই লক্ষ্য ছুঁয়ে যায় ভারত, যা এশিয়া কাপ ইতিহাসে ভারতের অন্যতম জয় হিসেবে জায়গা করে নিল।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে