Views Bangladesh Logo

এশিয়া কাপে শ্রেষ্ঠত্বের মুকুট ভারতের

Sports Desk

ক্রীড়া ডেস্ক

প্রায় তিন সপ্তাহ ও ১৮ ম্যাচের লড়াই শেষে শিরোপা নির্ধারণী ম্যাচে চির প্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে পাঁচ উইকেটে হারিয়ে এশিয়া কাপের শিরোপা ঘরে তুলল ভারত।

দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়া এই ম্যাচে জয় পেল ভারত।

ভারতের স্পিনারদের চমৎকার বোলিংয়ে মাত্র ৩৩ রানে শেষের ৯ উইকেট হারিয়ে ১৪৬ রানে গুটিয়ে গিয়েছিল পাকিস্তান। অপরাজিত চ্যাম্পিয়ন হতে তাই ভারতের সামনে লক্ষ্য তখন খুব বড় নয়।

উইকেটের মন্থরতা ধরতে পেরে এই ম্যাচে স্পিনার বাড়িয়ে খেলতে নামে ভারত। স্পিনাররাই করেছে আসল কাজ। ৪ ওভারে ৩০ রানে ৪ উইকেট নিয়েছেন কুলদিপ যাদব। আসরে তার শিকার সর্বোচ্চ ১৭ উইকেট।

এছাড়া বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেলও নেন ২টি করে উইকেট। একমাত্র বিশেষজ্ঞ পেসার জাসপ্রিত বুমরাহ নেন শেষ ২ উইকেট।

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ৫৮ রান করেন ফারহান। ফাখারের ব্যাট থেকে আসে ৪৬ রান। তিন নম্বরে নেমে সাইম আইয়ুব করেন ১৫ রান। আর কেউ দুই অঙ্ক ছুঁতে পারেনি।

অবিশ্বাস্য ব্যাটিং ধ্বসের পর বোলারদের নৈপুণ্যে জয়ের আশা জাগিয়েছিল পাকিস্তান। কিন্তু তিলক ভার্মার দুর্দান্ত ব্যাটিংয়ে মিলিয়ে গেল তাদের সব সম্ভাবনা। আরেকটি চমৎকার জয়ে এশিয়া কাপের অপরাজিত চ্যাম্পিয়ন হলো ভারত।

১৪৭ রানের লক্ষ্য ছুঁতে ১৯.৪ খেলে সূর্যকুমার যাদবের নেতৃত্বাধীন দল।


১৯৮৪ সালে শুরু হওয়া এশিয়া কাপ ক্রিকেটের ইতিহাসে দীর্ঘ ৪১ বছর পর প্রথমবার ফাইনালে মুখোমুখি ভারত-পাকিস্তান। এর আগের ১৬ আসরে ভারত ১১ বার ও পাকিস্তান ৫ বার ফাইনাল খেলেছে। কিন্তু মুখোমুখি লড়াই হয়নি কখনও।

টুর্নামেন্টের ইতিহাসে এখন ৯ বারের চ্যাম্পিয়ন ভারত। আর পাকিস্তানের ঝুলিতে শিরোপা গেছে ২ বার। বাকি ৬ আসরের ট্রফি জিতেছে শ্রীলঙ্কা।


সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান: ১৯.১ ওভারে ১৪৬ (ফারহান ৫৭, ফাখার ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১*; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, বরুণ ৪-০-৩০-২, অক্ষর ৪-০-২৬-২, কুলদিপ ৪-০-৩০-৪, তিলক ১-০-৯-০)

ভারত: ১৯.৪ ওভারে ১৫০/৫ (অভিষেক ৫, গিল ১২, সূর্যকুমার ১, তিলক ৬৯*, স্যামসন ২৪, দুবে ৩৩, রিঙ্কু ৪*; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সাইম ৩-০-১৬-০)

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ