এশিয়া কাপ
একপেশে মহারণে পাকিস্তানকে উড়িয়ে সুপার ফোরে ভারত
ভারত-পাকিস্তান মহারণ মানেই বাড়তি উত্তেজনা। তবে এবার অভিজ্ঞদের বদলে মাঠে নেমেছিলেন দুই দলের তরুণ তারকারা। রোহিত-কোহলির পরিবর্তে ভারতের ওপেনিং জুটিতে ছিলেন শুভমান গিল ও অভিষেক শর্মা। অন্যদিকে বাবর-রিজওয়ানের বদলে পাকিস্তানের ভরসা ছিলেন সাইম আইয়ুব ও সালমান আগা। তবে সেই লড়াই ছিল একপেশে। ৭ উইকেটের দাপুটে জয় নিয়ে সবার আগে এশিয়া কাপের সুপার ফোর নিশ্চিত করেছে ভারত।
রোববার (১৪ সেপ্টেম্বর) দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১২৭ রান তোলে পাকিস্তান। জবাবে ১৫.৫ ওভারে ৩ উইকেট হারিয়ে সহজেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত। সর্বোচ্চ ৪৭ রান করেন অধিনায়ক সূর্যকুমার যাদব।
টস জিতে ব্যাটিংয়ে নামার পর ইনিংসের দ্বিতীয় বলেই ধাক্কা খায় পাকিস্তান। হার্দিক পান্ডিয়ার বলে শূন্য রানে ফিরেন সাইম আইয়ুব। এরপর জাসপ্রিত বুমরাহর বলে মাত্র ২ রান করে সাজঘরে ফেরেন মোহাম্মদ হারিস। দলীয় স্কোর তখন মাত্র ৬।
তৃতীয় উইকেটে শাহিবজাদা ফারহান ও ফখর জামান চেষ্টা করেছিলেন দলকে টেনে তোলার। ৩৮ বলে ৩৯ রানের জুটি গড়েন তারা। কিন্তু ৮ম ওভারে অক্ষর প্যাটেলের বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন ফখর (১৫ বলে ১৭)।
এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। অধিনায়ক সালমান আগা (৩) ও হাসান নেওয়াজ (৫) দ্রুত বিদায় নেন কুলদীপ যাদবের এক ওভারে। মোহাম্মদ নওয়াজও (০) কুলদীপের শিকার হন। একপ্রান্তে লড়াই চালিয়ে যাচ্ছিলেন শাহিবজাদা ফারহান। ৪৪ বলে ৪০ রানের লড়াকু ইনিংস খেলে তিনিও কুলদীপের বলে আউট হন।
৯৭ রানে ৮ উইকেট হারিয়ে একশ’র নিচে গুটিয়ে যাওয়ার শঙ্কা দেখা দিলে দায়িত্ব নেন শাহিন শাহ আফ্রিদি। মাত্র ১৬ বলে চারটি ছক্কায় করেন অপরাজিত ৩৩ রান। তার ঝোড়ো ইনিংসে শেষ পর্যন্ত পাকিস্তান ৯ উইকেটে ১২৭ রানে থামে। ভারতের হয়ে কুলদীপ যাদব ৩ উইকেট, আর বুমরাহ ও অক্ষর ২টি করে উইকেট নেন।
১২৮ রানের লক্ষ্য তাড়ায় নেমে শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও শুভমান গিল। যদিও গিল মাত্র ১০ রান করে ফিরলেও অভিষেক ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। মাত্র ১৩ বলে ৩১ রানের ইনিংস খেলে ভারতের জয়ের ভিত গড়ে দেন তিনি।
এরপর অধিনায়ক সূর্যকুমার যাদব ও তিলক ভার্মার জুটিতে আসে ৫৬ রান। দলীয় ৯৭ রানে তিলক ফেরেন (৩১ বলে ৩১)। তবে যাদব (৪৭*) ও শিবম দুবের দৃঢ় ব্যাটিংয়ে ১৫.৫ ওভারে জয় নিশ্চিত করে ভারত।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে