Views Bangladesh Logo

বাংলাদেশ সফরে আসছে ভারত, অস্ট্রেলিয়া ও পাকিস্তান

 VB  Desk

ভিবি ডেস্ক

০২৬ সালে ব্যস্ত সময় পার করবে বাংলাদেশের ক্রিকেট। আন্তর্জাতিক ক্রিকেটের ঠাসা সূচিতে এক বছরে ঘরের মাঠেই পাঁচটি দ্বিপাক্ষিক সিরিজ আয়োজন করবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এসব সিরিজে বাংলাদেশ সফর করবে পাকিস্তান, নিউজিল্যান্ড, অস্ট্রেলিয়া, ভারত ও ওয়েস্ট ইন্ডিজ।

বিসিবির প্রকাশিত ২০২৬ সালের আনুষ্ঠানিক সূচি অনুযায়ী, টি-টোয়েন্টি বিশ্বকাপের পর মার্চে ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসবে পাকিস্তান। তবে পাকিস্তান সুপার লিগের সূচির কারণে সফরটি হবে দুই ধাপে। মার্চে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শেষে দেশে ফিরবে পাকিস্তান দল। পরে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে মে মাসে আবার বাংলাদেশে এসে দুটি টেস্ট খেলবে তারা।

পাকিস্তানের দুই সফরের মাঝেই এপ্রিল–মে মাসে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে বাংলাদেশ সফর করবে নিউজিল্যান্ড। এরপর জুনে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে ঢাকায় আসবে অস্ট্রেলিয়া।

অস্ট্রেলিয়া সিরিজ শেষ হতেই আগস্টের শেষ সপ্তাহে বাংলাদেশ সফরে আসবে ভারত। বিশ্বকাপ সামনে রেখে অনুষ্ঠিত এই সিরিজে বিরাট কোহলি ও রোহিত শর্মাদের মতো তারকাদের দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে।

বছরের শেষ দিকে টেস্ট ক্রিকেট দিয়ে সূচি শেষ করবে বাংলাদেশ। অক্টোবরে দুটি টেস্ট খেলতে বাংলাদেশে আসবে ওয়েস্ট ইন্ডিজ।

এছাড়া জাতীয় দলের বাইরে মে মাসে শ্রীলঙ্কা ‘এ’ দলও বাংলাদেশ সফর করবে। তারা দুটি চার দিনের ও তিনটি একদিনের ম্যাচ খেলবে। তবে এসব সিরিজের ভেন্যু এখনো চূড়ান্ত করেনি বিসিবি।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ