এশিয়া কাপের জন্য ভারতের দল ঘোষণা
আগামী ৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে বসবে এবারের এশিয়া কাপের আসর। দল ঘোষণা করতে শুরু করেছে অংশগ্রহণকারী দেশগুলো। সেই ধারায় এবার বড় চমক দিয়ে দল ঘোষণা করল ভারত। মঙ্গলবার (১৯ আগস্ট) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এশিয়া কাপের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
সূর্যকুমার যাদবকে অধিনায়ক ও শুবমান গিলকে সহ–অধিনায়কের দায়িত্ব দেয়া হয়েছে। গিলকে দলে নিলে তিলক বর্মা জায়গা পাবেন কি না তা নিয়েও ছিল আলোচনা। তবে তিলককেও রাখা হয়েছে স্কোয়াডে। সেই সঙ্গে তারকা পেসার জাসপ্রীত বুমরাও থাকছেন আসন্ন টুর্নামেন্টে।
ফর্মে থাকার পরেও দলের কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন শ্রেয়াস আয়ার আর যশস্বী জয়সওয়াল। আইপিএলের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েও এশিয়া কাপের দলে নেই সাই সুদর্শন।
ভারতের স্কোয়াড:
সূর্যকুমার যাদব (অধিনায়ক), শুভমান গিল (সহ-অধিনায়ক), অভিষেক শর্মা, তিলক বর্মা, হার্দিক পান্ডিয়া, শিভম দুবে, অক্ষর প্যাটেল, জিতেশ শর্মা (উইকেটকিপার), জাসপ্রিত বুমরাহ, আর্শদীপ সিং, ভরুণ চক্রবর্তী, কুলদীপ যাদব, সঞ্জু স্যামসন (উইকেটকিপার), হর্ষিত রানা এবং রিঙ্কু সিং।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে