৯৩ রানে অলআউট ভারত, ইডেনে ৩ দিনেই লজ্জার হার
ইডেন গার্ডেনসে রোলার-কোস্টার উত্তেজনায় ভরপুর টেস্ট ম্যাচ শেষ হয়ে গেল মাত্র তিন দিনেই। ১২৪ রানের সহজ লক্ষ্য তাড়া করতে নেমেও দক্ষিণ আফ্রিকার স্পিন-বোলিংয়ে হাঁসফাঁস করে ৯৩ রানে অলআউট হয়েছে ভারত। ফলে পন্ত–বুমরাহরা ৩০ রানের হার নিয়ে মাঠ ছাড়ে, আর দুই ম্যাচের সিরিজে ১–০ ব্যবধানে এগিয়ে গেল বর্তমান টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা।
রোববার ৭ উইকেটে ৯৩ রান নিয়ে দিন শুরু করে দক্ষিণ আফ্রিকা। অধিনায়ক টেম্বা বাভুমা শুরু থেকেই লড়াই চালিয়ে যান। করবিন বশের (২৫) সঙ্গে গুরুত্বপূর্ণ জুটি গড়ে দলকে টেনে তোলেন তিনি। ১৩৬ বলে ৫৫ রানে অপরাজিত থাকা বাভুমার লড়াকু ইনিংসে প্রোটিয়াদের দ্বিতীয় ইনিংস গিয়ে থামে ১৫৩ রানে। ভারতের প্রথম ইনিংসের ৩০ রানের লিড বাদ দিলে স্বাগতিকদের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৪ রান। ভারতের হয়ে রবীন্দ্র জাদেজা ৪টি এবং মোহাম্মদ সিরাজ ও কুলদীপ যাদব ২টি করে উইকেট নেন।
লাঞ্চের আগেই ব্যাট করতে নেমে দুঃস্বপ্নের শুরু হয় ভারতের। মার্কো ইয়ানসেনের প্রথম ওভারেই সাজঘরে ফেরেন যশস্বী জয়সোয়াল (০)। দ্বিতীয় ওভারে লোকেশ রাহুলও (১) তার শিকার হন। চোটের কারণে অধিনায়ক শুভমান গিল মাঠের বাইরে থাকায় ব্যাটিং অর্ডারে পরিবর্তন আসে। কিন্তু ধ্রুব জুরেল (১৩) ও ঋষভ পন্ত (২)–এর ব্যর্থতায় চাপে পড়ে যায় ভারত। স্পিনার সাইমন হার্মার দুজনকেই আউট করলে স্কোরবোর্ডে তখন মাত্র ৩৮ রানে ৪ উইকেট।
নাইটওয়াচম্যান হিসেবে নেমে ওয়াশিংটন সুন্দর একপ্রান্ত ধরে রাখার চেষ্টা করেন। রবীন্দ্র জাদেজা (১৮) তার সঙ্গে জুটি গড়লেও হার্মারের ঘূর্ণিতে বিদায় নেন তিনি। ৭২ রানে ৬ উইকেট পড়ে যাওয়ার পর অক্ষর প্যাটেল আগ্রাসী ব্যাটিংয়ে আশা জাগান—১৭ বলে ২ ছক্কা ও ১ চারে ২৬ রান আসে তার ব্যাটে। কিন্তু কেশভ মহারাজ তাকে ফেরানোর পরই ভারতের প্রতিরোধ ভেঙে পড়ে। পরের বলেই মোহাম্মদ সিরাজকে (০) আউট করে ম্যাচ নিজেদের দিকে টেনে নেন তিনি। ৯২ বলে ৩১ রান করা সুন্দরকেও ফিরিয়ে দেন এইডেন মার্করাম।
শেষ পর্যন্ত ভারত ৯৩ রানে অলআউট হয়ে ৩০ রানে হার মানে। দক্ষিণ আফ্রিকার হয়ে সাইমন হার্মার নেন ৪ উইকেট। মার্কো ইয়ানসেন ও কেশভ মহারাজ নেন ২টি করে উইকেট।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে