Views Bangladesh Logo

পুলিশের ওপর হামলার ঘটনা কিছুটা কমেছে: স্বরাষ্ট্র উপদেষ্টা

 VB  Desk

ভিবি ডেস্ক

সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলার ঘটনা আগের তুলনায় কিছুটা কমেছে বলে দাবি করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তার মতে, ঝটিকা মিছিল ও নৈরাজ্য সৃষ্টির ঘটনাও এখন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে।

বুধবার (৮ অক্টোবর) বিকালে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদর দপ্তরে রাজস্ব খাতে কেনা ২০টি নতুন গাড়ি হস্তান্তর অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জাহাঙ্গীর আলম বলেন, একটি মহল দেশকে অস্থিতিশীল করতে চায়। তারা ঝটিকা মিছিলের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করেছিল। কিন্তু ২৪৪ জনকে হাতেনাতে গ্রেপ্তার করার পর থেকে এসব কার্যক্রমে ভাটা পড়েছে। অপরাধের মাত্রাও আগের তুলনায় কমে এসেছে।

তিনি বলেন, সবাই সহযোগিতা করলে এ ধরনের ঘটনা পুরোপুরি বন্ধ করা সম্ভব। নির্বাচনের সময় প্রচার-প্রচারণা শুরু হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর হামলার প্রসঙ্গে উপদেষ্টা বলেন, আগের তুলনায় এখন এসব হামলা অনেক কমে গেছে। কয়েক দিন আগে নরসিংদীতে একটা ঘটনা ঘটেছিল, তবে সামগ্রিকভাবে পরিস্থিতি উন্নতির দিকেই।

গতকাল পুলিশের ওপর হামলার প্রতিবাদে পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের দেয়া বিবৃতি নিয়েও মন্তব্য করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি বলেন, জনগণ এখন অনেক সচেতন। গণমাধ্যমও এসব বিষয় তুলে ধরছে, ফলে মানুষ বুঝতে পারছে—এ ধরনের সহিংসতা সমাজের জন্য ক্ষতিকর।

নির্বাচন ঘিরে আইনশৃঙ্খলা পরিস্থিতি প্রসঙ্গে জাহাঙ্গীর আলম বলেন, নির্বাচন কমিশনের ওপরই মূল দায়িত্ব থাকে। প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও রাজনৈতিক দলগুলোও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সবাই দায়িত্বশীল আচরণ করলে নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখরভাবে অনুষ্ঠিত হবে।

অনুষ্ঠানে ডিএমপিকে ২০টি ডাবল কেবিন পিকআপ হস্তান্তর করা হয়। এ সময় উপদেষ্টা জানান, ‘আমাদের প্রয়োজনের তুলনায় এখনো গাড়ির সংখ্যা কম। প্রধান উপদেষ্টার নির্দেশে ২০০টি গাড়ি কেনা হয়েছে, আরও কেনা হবে।’

তিনি আরও বলেন, ‘রাজধানীর ৫০টি থানার মধ্যে ২৫টি এখনো ভাড়া ভবনে চলছে। ইতিমধ্যে পাঁচটির ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে, আরও দুটি থানার নির্মাণকাজ শিগগিরই শুরু হবে।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ