Views Bangladesh Logo

ঢাকায় পাকিস্তানের নতুন হাইকমিশনার ইমরান হায়দার

 VB  Desk

ভিবি ডেস্ক

বাংলাদেশে নতুন পাকিস্তানি হাইকমিশনার হিসেবে আসছেন ইমরান হায়দার। বর্তমানে মিয়ানমারে পাকিস্তানের রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা এই কূটনীতিবিদ শিগগিরই ঢাকায় তার নতুন দায়িত্ব নেবেন।

ঢাকাস্থ পাকিস্তান হাইকমিশন মঙ্গলবার (১৭ জুন) জানিয়েছে, দেশটির হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফের কূটনৈতিক মেয়াদ শেষ হওয়ায় তিনি এখন নিজ দেশে অবস্থান করছেন। তার স্থলাভিষিক্ত হবেন ইমরান হায়দার।

পাকিস্তান সরকার বাংলাদেশসহ একাধিক দেশে কূটনৈতিক পদে নতুন নিয়োগের অনুমোদন দিয়েছে। এর অংশ হিসেবে কাতারে উপ-রাষ্ট্রদূত পদে আতিয়া ইকবাল এবং জার্মানিতে ডেপুটি অ্যাম্বাসেডর নিযুক্ত হয়েছেন রোমান ওয়াজির। সিরিয়ায় চার্জ দ্য অ্যাফেয়ার্সের দায়িত্ব পাচ্ছেন হাসনাইন ইউসুফ।

কূটনৈতিক সূত্রের দাবি, এই রদবদলে তার কূটনৈতিক মিশনগুলোর কার্যক্রম আরও সুসংহত ও সক্রিয় করতে চায় পাকিস্তান।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ