অন্তর্বর্তী সরকারের কাজ কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন নয়: তারেক রহমান
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কর্তব্য হলো ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশে নির্বাচনের মাধ্যমে জনগণের প্রতি দায়বদ্ধ ও জবাবদিহিমূলক একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করা। কারও দলীয় স্বার্থ বাস্তবায়ন করা অন্তর্বর্তী সরকারের কাজ নয়।
শনিবার (৮ নভেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে বিএনপির আয়োজনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে তিনি এ কথা বলেন। তারেক বলেন, 'বিএনপি এই সরকারের প্রতি চাপ প্রয়োগের পরিবর্তে ভিন্ন মতের জায়গাগুলোতে নোট অব ডিসেন্ট দিয়েছে। এটাকেই আমরা ডিসেন্ট ওয়ে হিসেবে দেখছি।'
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, 'আপনাদের ধর্মীয় পরিচয় কেউ দলীয় স্বার্থে ব্যবহার করতে পারবে না। নিজেদের সংখ্যালঘু ভাববেন না। বাংলাদেশে সবার অধিকার সমান। বিএনপির কাছে দেশ ও জনগণের স্বার্থই অগ্রাধিকার।'
তারেক আরও বলেন, 'দেশ যদি অস্থিতিশীল হয়ে ওঠে, তবে পরাজিত ও পলাতক ফ্যাসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হতে পারে। অতীতের ফ্যাসিবাদবিরোধী কৌশলগুলো বর্তমানেও অবলম্বন করা হচ্ছে কি না, তা লক্ষ্য রাখার জন্য সরকার ও গণতান্ত্রিক শক্তিগুলোকে আমি বিশেষভাবে আহ্বান জানাই।'
তিনি এও বলেন, 'গুপ্ত বাহিনীর অপকৌশল থেকে রক্ষা পাওয়ার অন্যতম উপায় হলো ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা। এজন্য বিএনপি অন্তর্বর্তী সরকার ও রাজপথে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সঙ্গে সহযোগিতা ও সমঝোতার মনোভাব সমুন্নত রেখেছে।'
তারেক মন্তব্য করেন, বিএনপি সবসময় শান্তিকামী, সহনশীল ও গণমুখী রাজনৈতিক দল। ভিন্ন মত ও দলকে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে গ্রহণ করাই বিএনপির রাজনৈতিক সংস্কৃতির অংশ। দেশের জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক সক্ষমতা নিশ্চিত করাই দলের মূল লক্ষ্য।
হিন্দু সম্প্রদায়ের উদ্দেশে তিনি বলেন, “অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন আয়োজন করবে। নির্বাচনের মাধ্যমে আপনারা স্বাধীনভাবে ভোট দিয়ে পছন্দের প্রার্থী নির্বাচন করতে পারবেন। সম্প্রীতি ও সমৃদ্ধির বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য বিএনপি ইতোমধ্যে একটি বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করেছে।'
সম্মেলনে সভাপতিত্ব করেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের আহ্বায়ক সোমনাথ সেন। হিন্দু সম্প্রদায়ের দাবিগুলো তুলে ধরেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়া বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায়, আমীর খসরু মাহমুদ চৌধুরী ও ইকবাল হাসান মাহমুদ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মতুয়া বহুজন সমাজ ঐক্য জোটের সদস্যসচিব কপিল কৃষ্ণ মণ্ডল, যুগ্ম আহ্বায়ক সমেন সাহা, হিন্দু মহাজোটের মহাসচিব গোবিন্দ চন্দ্র প্রামাণিক, হিন্দু ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার এবং মতুয়া সম্প্রদায়ের নেতা সুবর্ণা রানী ঠাকুর।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে