Views Bangladesh Logo

বাংলাদেশের জিডিপি প্রবৃদ্ধি হবে ৪.৯%: আইএমএফ

 VB  Desk

ভিবি ডেস্ক

লতি ২০২৫–২৬ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ধীরে ধীরে ঘুরে দাঁড়াবে—এমন পূর্বাভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির মতে, এ সময়ে বাংলাদেশের মোট দেশজ উৎপাদন (জিডিপি) প্রবৃদ্ধি হবে ৪ দশমিক ৯ শতাংশ, যা আগের অর্থবছরের ৩ দশমিক ৮ শতাংশের তুলনায় কিছুটা বেশি।

মঙ্গলবার (১৪ অক্টোবর) ওয়াশিংটনে প্রকাশিত আইএমএফের ‘ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক’ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫–২৬ অর্থবছরে গড় মূল্যস্ফীতি নামতে পারে ৮ দশমিক ৮ শতাংশে এবং পরের বছর তা আরও কমে ৫ দশমিক ৫ শতাংশে নেমে আসতে পারে।

তবে সংস্থাটি সতর্ক করেছে, ব্যাংকিং খাতের চাপ, জ্বালানি সরবরাহ সংকট ও বৈশ্বিক বাণিজ্য অনিশ্চয়তা বাংলাদেশের পুনরুদ্ধারকে বাধাগ্রস্ত করতে পারে।

আইএমএফ বলেছে, আর্থিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সংস্কার কর্মসূচি বাস্তবায়ন, রাজস্ব ব্যবস্থাপনায় শৃঙ্খলা আনা এবং টেকসই উন্নয়ন নিশ্চিত করা জরুরি।

প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক অর্থনীতির গড় প্রবৃদ্ধি চলতি বছর দাঁড়াবে ৩ দশমিক ২ শতাংশে। উন্নত অর্থনীতিগুলোর প্রবৃদ্ধি থাকবে ১ দশমিক ৫ শতাংশে, আর উদীয়মান ও উন্নয়নশীল অর্থনীতিতে এই হার হবে ৪ শতাংশের কিছু বেশি।

বিশ্বব্যাপী মুদ্রাস্ফীতি কমলেও অনিশ্চয়তা, বাণিজ্য সুরক্ষাবাদ এবং আর্থিক খাতে দুর্বলতা প্রবৃদ্ধির পথে বড় ঝুঁকি হয়ে থাকছে বলে সতর্ক করেছে আইএমএফ।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ