মুন্সীগঞ্জে অস্ত্র তৈরির কারখানার সন্ধান
মুন্সীগঞ্জ সদর উপজেলার পূর্ব শীলমন্দি এলাকায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি দেশীয় অস্ত্র তৈরির কারখানার সন্ধান পাওয়া গেছে ।
সোমবার গভীর রাতে পরিচালিত এই অভিযানে এখান থেকে অস্ত্র তৈরির বিপুল পরিমাণ সরঞ্জাম উদ্ধার করা হয়।
সেনাবাহিনীর সদর দপ্তর ৯৯ কম্পোজিট ব্রিগেডের অধীন মুন্সীগঞ্জ আর্মি ক্যাম্পের টহল দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে বলে জানা গেছে।
আর্মি ক্যাম্প সূত্রে জানা যায়, পূর্ব শীলমন্দি এলাকার সুমন লালের গোডাউনঘরে কিছু অপরিচিত ব্যক্তির সন্দেহজনক চলাচলের খবর পেয়ে সেনা ও পুলিশ যৌথভাবে অভিযান চালায়। অভিযানের সময় গোডাউন থেকে ৩টি সীসা কার্তুজ, ৫টি লোহার বাট, ৭টি লোহার ব্যারেল, ৭টি রিকয়েল স্প্রিং, একটি ওয়েল্ডিং মেশিন, একটি ড্রিল মেশিন, ৬টি লোহার বোল্ট এবং একটি লেদ মেশিনসহ বিভিন্ন অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত সরঞ্জামসমূহ পরবর্তী আইনগত প্রক্রিয়ার জন্য মুন্সীগঞ্জ সদর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানায় পুলিশ।
গোয়েন্দা সূত্রে আরও জানা গেছে, আসন্ন নির্বাচন ও ১৩ নভেম্বরকে কেন্দ্র করে নাশকতামূলক কার্যক্রমের প্রস্তুতি হিসেবে ওই স্থানে অস্ত্র তৈরির কাজ চলছিল। সম্প্রতি সদর উপজেলার মোল্লাকান্দি ইউনিয়নে সংঘটিত অস্ত্রের সরবরাহও ওই স্থান থেকেই করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে