Views Bangladesh Logo

নির্বাচনকালে বিশৃঙ্খলা ঠেকাতে কঠোর অবস্থানের ঘোষণা আইজিপির

 VB  Desk

ভিবি ডেস্ক

সন্ন জাতীয় নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা ও সামাজিক স্থিতিশীলতা বজায় রাখতে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি সতর্ক করে বলেন, দাবি আদায়ের নামে সড়ক অবরোধ বা বিশৃঙ্খলা সৃষ্টির কোনো চেষ্টা আর সহ্য করা হবে না।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) আগারগাঁওয়ের নির্বাচন ভবনে অনুষ্ঠিত দিনব্যাপী এক সংলাপে তিনি এসব কথা বলেন। সংলাপে জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিভাগীয় কমিশনার, সব রেঞ্জের ডিআইজি এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তারা অংশ নেন।

আইজিপি বলেন, জুলাইয়ের পর সৃষ্ট বিভিন্ন পরিস্থিতির কারণে আইনশৃঙ্খলা রক্ষা করতে পুলিশকে নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে। তিনি বলেন, দাবি আদায়ের নামে সড়ক ও মহাসড়ক অবরোধের যেকোনো চেষ্টা কঠোরভাবে দমন করা হবে। আইনশৃঙ্খলা বজায় না থাকলে নির্বাচন কমিশনকে যথাযথভাবে সহায়তা করা সম্ভব নয় বলেও তিনি মন্তব্য করেন।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য কমিশনারদের আশ্বস্ত করে বাহারুল আলম বলেন, যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশ বাহিনী এখন পুরোপুরি সক্ষম। তিনি কঠোর পদক্ষেপ গ্রহণে নির্বাচন কমিশনের অবিচ্ছিন্ন সহযোগিতা কামনা করেন এবং শান্তিপূর্ণ ও সফল নির্বাচন আয়োজনের বিষয়ে পুলিশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

তিনি নির্বাচনী অপরাধ দমনে নির্বাচন অনুসন্ধান কমিটিগুলোকে দেওয়া বিচারিক ক্ষমতার প্রশংসা করেন এবং বলেন, এতে মাঠপর্যায়ে স্বচ্ছতা নিশ্চিত করা সহজ হবে। প্রয়োজনে যেকোনো বাহিনীর সহায়তা চাওয়ার আইনগত ক্ষমতাও এসব কমিটির রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ