Views Bangladesh Logo

'যদি নিজের পকেট ভরতে চান, বিএনপি ছাড়ুন’

 VB  Desk

ভিবি ডেস্ক

বিএনপি যুগ্ম মহাসচিব শহিদ উদ্দিন চৌধুরী অ্যানি ব্যক্তিগত আর্থিক স্বার্থ হাসিল করতে আগ্রহীদের দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, রাজনীতি ত্যাগ, সম্মান এবং সেবার ভিত্তিতে হওয়া উচিত, আর্থিক লাভের জন্য নয়।

রোববার কমলনগর উপজেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে উদ্বোধনী বক্তব্যে অ্যানি বলেন, 'রাজনীতি কারও পকেট ভরার মাধ্যম হতে পারে না। যারা তা করতে চায়, তাদের বিএনপির সঙ্গে সম্পর্ক ছিন্ন করা উচিত, কারণ তারেক রহমান কঠোর শৃঙ্খলা প্রয়োগ করেন।'

এই অনুষ্ঠান কমলনগর উপজেলা সদর হজিরহাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে মাঠে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বক্তৃতা কালে শহিদ উদ্দিন চৌধুরী জানান, তারেক রহমান অক্টোবর বা নভেম্বর মাসে বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে। তিনি বলেন, 'তার আগমনের আগে তিনি দেশের শক্তি বৃদ্ধি, দুর্নীতি দমন এবং জনসুরক্ষা নিশ্চিত করার পরিকল্পনা করছেন। আমরা তার আগমনের অধীর অপেক্ষায় আছি এবং আশা করি নভেম্বরের মধ্যেই তাকে দেখতে পাব।'

সম্মেলনের সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা বিএনপি আহ্বায়ক গোলাম কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম এবং প্রধান বক্তা হিসেবে ছিলেন শিল্প ও বাণিজ্য বিষয়ক যুগ্ম সম্পাদক ও সাবেক সংসদ সদস্য এবিএম আশরাফ উদ্দিন নিজান।

অন্যান্য গুরুত্বপূর্ণ অতিথিরা ছিলেন বিএনপি চট্টগ্রাম বিভাগীয় কো-সংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ, জেলা বিএনপি সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট হাসিবুর রহমান হাসিব, ন্যাশনালিস্ট লায়ার্স ফোরামের জেলা সভাপতি হাফিজুর রহমান, বিএএফইউএফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা নিজাম উদ্দিন ভূঁইয়া এবং জেলা শ্রমিক দলের সভাপতি আবুল হাসেম।

সম্মেলনের দ্বিতীয় সেশনে কাউন্সিলরের সুপারিশ অনুযায়ী কমলনগর উপজেলা বিএনপির জন্য একটি অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হয়। নূরুল হুদা চৌধুরী সভাপতি, গোলাম কাদের সিনিয়র সহ-সভাপতি এবং এম. দিদার হোসেন সদস্য সচিব হিসেবে মনোনীত হন।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ