শাপলা না হলে ধানের শীষও রাজনৈতিক দলের প্রতীক হতে পারবে না: সারজিস
রাজনৈতিক দলের প্রতীক হিসেবে জাতীয় ফুল শাপলাকে ব্যবহারের উপযুক্ততা নিয়ে প্রশ্ন তুলেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেছেন, শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না।
বুধবার (৯ জুলাই) মধ্যরাতে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে সারজিস লিখেছেন, “ ধানের শীষ, পাট পাতা এবং তারকাও জাতীয় প্রতীকের অংশ।’
সারজিস আলম বলেন, ‘শাপলা যদি রাজনৈতিক দলের প্রতীক না হতে পারে তাহলে ধানের শীষও প্রতীক হতে পারবে না। আর যদি জাতীয় প্রতীকের যেকোনো একটি অংশ রাজনৈতিক দলের প্রতীক হতে পারে তাহলে শাপলাও হতে পারবে।’
তিনি আরও বলেন, জাতীয় ফুল হিসেবে শাপলার প্রতীক হতে আইনগত বাধা নেই। কারণ জাতীয় ফল কাঁঠাল ইতিমধ্যে মার্কা হিসেবে আছে।
এনসিপির দক্ষিণাঞ্চলের এই মুখ্য সংগঠক বলেন, ‘যদি প্রতীকের প্রতীকী তাৎপর্য নিয়ে উদ্বেগ থাকে তাহলে তা স্বচ্ছভাবে বলা উচিত। যদি কিছু প্রতীক নিয়ে ভয় থাকে তাহলে সেটা আগে থেকেই বলেন!’
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে