তরুণদেরকে সুযোগ দিলে তারা একদিন ভালো খেলবে: মিরাজ
শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ দিয়েই বাংলাদেশের স্থায়ী ওয়ানডে অধিনায়ক হিসেবে পথচলা শুরু হয়েছে মেহেদী হাসান মিরাজের। কিন্তু শুরুটা প্রত্যাশা অনুযায়ী হয়নি। সিরিজ হার দিয়েই অধিনায়ক হিসেবে যাত্রা শুরু হয়েছে মিরাজের।
কলম্বোয় প্রথম দুই ওয়ানডেতে ১–১ সমতার পর পাল্লেকেলেতে মঙ্গলবার শেষ ওয়ানডে রূপ নিয়েছিল অঘোষিত ফাইনালে। সিরিজ নির্ধারণী সেই ম্যাচে শ্রীলঙ্কার কাছে ৯৯ রানে হারল বাংলাদেশ। ফলে ৩-১ ব্যাবধানে সিরিজ হার টাইগারদের। সিরিজ হারের পর পুরস্কার বিতরণীতে মিরাজ বললেন, "আমাদের দল এখনো তরুণ, কিছু খেলোয়াড় নতুন এসেছে। অবশ্যই আমরা সবসময় ইতিবাচক জিনিসটা ভাবি। আমাদের সময় দরকার। যদি তাদের (নতুনদের) সুযোগ দেন, একদিন হয়তো তারা ভালো খেলবে।"
শ্রীলঙ্কার বিপক্ষেও ধারাবাহিকতার অভাবে সিরিজ হারতে হলো বাংলাদেশকে। বিশেষ করে ব্যাটসম্যানদের দুর্দশা আজ আবারও স্পট ফুটে উঠেছে। কেন এই ব্যর্থতা? মিরাজের উত্তর, ‘আমাদের কিছু ভুল হয়েছে, মাঝের ওভারগুলোতে জুটি গড়তে পারেনি। শুরুতেও জুটি হয়নি। আমার মনে হয় এখানেই সমস্যা হয়েছে।’
শ্রীলঙ্কার মাটিতে এই সফলে টেস্টের সিরিজের পর ওয়ানডেতেও হারের মুখ দেখেছে বাংলাদেশ। এবার টি-টোয়েন্টি সিরিজ সামনে। ১০ জুলাই থেকে শুরু হওয়া তিন ম্যাচের সিরিজে কি ভাগ্য ফিরবে বাংলাদেশের? সেটাই এখন দেখার বিষয়।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে