Views Bangladesh Logo

গোয়েন্দা লাগলে জামায়াত-শিবিরের লোক দেব: ওসিকে জামায়াত প্রার্থীর প্রস্তাব

ট্টগ্রাম–১ (মিরসরাই) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল সাইফুর রহমানকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিও ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ভিডিওতে তাকে থানা পুলিশের জন্য ‘লজিস্টিক সাপোর্ট’ থেকে শুরু করে ‘গোয়েন্দা দল’ পর্যন্ত সরবরাহ করার প্রস্তাব দিতে শোনা যায়।

ভিডিওতে সাইফুর রহমান মিরসরাই থানার ওসিকে উদ্দেশ করে বলেন, ‘যদি লজিস্টিক সাপোর্ট দরকার হয়, যদি শতাধিক লোক চান- আমি শিবির-জামায়াতের লোক দেব। ইউনিয়নভিত্তিক গোয়েন্দা টিম লাগলে সেটাও সাপ্লাই করব।’

জানা গেছে, গত ২০ নভেম্বর বিকেলে মিরসরাই থানায় ডাকাতি দমন বিষয়ে বৈঠকের সময় এই ভিডিও ধারণ করা হয়। এলাকাজুড়ে বাড়তে থাকা ডাকাতির ঘটনার বিষয়ে আলোচনা করতেই তিনি এমন বক্তব্য দেন। ভিডিওটি ছড়িয়ে পড়ার পর শুরু হয় সমালোচনা।

ভিডিও ভাইরাল হওয়ার পর সাইফুর রহমান বলেন,
তার বক্তব্য ‘কেটে-ছেঁটে’ বিকৃত করে ছড়িয়েছে একটি স্বার্থান্বেষী গোষ্ঠী। তিনি অভিযোগ করেন, যারা ভিডিও বিকৃত করছে, তারা ডাকাতদের সহায়তা করছে। এসব আইডির বিরুদ্ধে মামলা করার কথাও জানান তিনি।

ভিডিওতে ওসি আতিকুর রহমানকে বলতে শোনা যায়- ‘এই মুহূর্তে আপনাদের সহযোগিতা দরকার। পাড়া-মহল্লায় টিম গঠন করে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ করলে আমরা মাঠে সমন্বয় করে কাজ করতে পারব। তাদের নিরাপত্তাও পুলিশ দেবে।’

এ বিষয়ে ওসির সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও তার প্রতিক্রিয়া আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।

এ বিষয়ে চট্টগ্রাম জেলা পুলিশ সুপার সাইফুল ইসলাম জানান, বিষয়টি যাচাই করা হচ্ছে। তিনি বলেন, ‘পুলিশের সঙ্গে এ ধরনের আচরণ বা বক্তব্য কেউ দিতে পারেন না।’

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ