কুষ্টিয়ায় কালী মন্দিরে প্রতিমা ভাঙচুর
কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নের স্বরূপদহ পালপাড়ায় একটি কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটেছে। রোববার (১৪ সেপ্টেম্বর) রাতের এই ঘটনায় স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
জানা গেছে, গতকাল রাত সাড়ে ৯টার দিকে মন্দিরের কার্তিক ও সরস্বতী প্রতিমার মাথা ও হাত ভেঙে দেয় দুর্বৃত্তরা। মন্দির কমিটির সভাপতি অমরেশ ঘোষ জানান, ঘটনার সময় এলাকায় বিদ্যুৎ ছিল না এবং হালকা বৃষ্টি হচ্ছিল। হামলাকারীরা এই সুযোগে প্রতিমাগুলো ভেঙে পালিয়ে যায়। এর ফলে কেউ তাদের দেখতে পায়নি।
তিনি আরও জানান, মন্দিরটি একটি অস্থায়ী টিনের ছাউনির নিচে অবস্থিত। সেখানে থাকা প্রতিমাগুলোর মাটির কাজ সম্প্রতি শেষ হয়েছে এবং সোমবার থেকে তাতে রং করার কথা ছিল। দুর্গাপূজার মাত্র কয়েক দিন আগে এই ধরনের ঘটনা ঘটায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোমিনুল ইসলাম বলেন, খবর পাওয়ার পরপরই পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় এবং প্রাথমিক তদন্ত শুরু করেছে।
র্যাব-১২ কুষ্টিয়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুদীপ্ত সরকার বলেন, র্যাব ঘটনাটিকে গুরুত্ব সহকারে দেখছে এবং অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে