Views Bangladesh Logo

নীলফামারীতে কালী মন্দিরের প্রতিমা ভাঙচুর, যুবক গ্রেপ্তার

নীলফামারীর একটি কালী মন্দিরে চারটি প্রতিমা ভাঙচুরের ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় (২৫ সেপ্টেম্বর) নীলফামারী সদর উপজেলার সংগলশী ইউনিয়নের সুবর্ণখুলি গ্রামে এ ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত এরফান আলী (১৮) সৈয়দপুর এলাকার পোড়ারহাট হাউজিংয়ের বাসিন্দা।

জানা গেছে, প্রতিমা ভাঙচুর করার সময় স্থানীয়রা তাকে হাতেনাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশের হাতে তুলে দেয়া হয়।

এ বিষয়ে মন্দির কমিটির সভাপতি পঙ্কজ কুমার জানান, সন্ধ্যায় স্থানীয় নারীরা মন্দিরে প্রার্থনা করতে গেলে তারা যুবকটিকে প্রতিমা ভাঙচুর করতে দেখেন। তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে এবং ঘটনাস্থলেই যুবকটিকে আটক করে।

এ বিষয়ে একটি মামলা দায়ের করেছেন মন্দির কমিটির সম্পাদক বিজয় চন্দ্র রায়।

এ ঘটনায় যুবক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আহসান হাবিব জানান, তার বিরুদ্ধে মামলা হয়েছে এবং তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ