Views Bangladesh Logo

আওয়ামী লীগের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছে আইসিটি

 VB  Desk

ভিবি ডেস্ক

মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের (আ.লীগ) বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করতে যাচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি), রোববার এ কথা জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রধান প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর কার্যক্রম শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তাজুল ইসলাম বলেন, ট্রাইব্যুনাল জাতীয় গণতান্ত্রিক আন্দোলন (এনডিএম) থেকে একটি অভিযোগপত্র পেয়েছে, যেখানে আওয়ামী লীগকে সংগঠন হিসেবে মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছে। তিনি বলেন, 'আমরা অভিযোগগুলো যথাযথ গুরুত্বের সঙ্গে পর্যালোচনা করছি।'

এর আগে আইন উপদেষ্টা আসিফ নজরুল বরিশালে এক অনুষ্ঠানে বলেন, 'যখন কোনো রাজনৈতিক দলের কার্যক্রম নিষিদ্ধ করা হয়, তখন প্রশ্ন ওঠে—এই নিষেধাজ্ঞা সাময়িক নাকি স্থায়ী। আমি মনে করি, আওয়ামী লীগের ওপর নিষেধাজ্ঞা উঠবে এমন সম্ভাবনা নেই—না নির্বাচনের আগে, না নিকট ভবিষ্যতে।'

আইন উপদেষ্টার ওই মন্তব্যের জবাবে তাজুল ইসলাম বলেন, 'একটি প্রাথমিক তদন্ত খুব শিগগিরই শুরু হতে যাচ্ছে, যাতে নির্ধারণ করা যায় আওয়ামী লীগকে একটি অপরাধী সংগঠন হিসেবে দায়বদ্ধ করা যায় কি না।'

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ