Views Bangladesh Logo

গণহত্যার মামলায় হাসিনাসহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১০ জুলাই

 VB  Desk

ভিবি ডেস্ক

শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত নেয়ার তারিখ আগামী ১০ জুলাই ধার্য করেছেন আদালত।

জুলাই গণহত্যার মামলায় অভিযোগ গঠনের শুনানির দ্বিতীয় দিন শেষে সোমবার (৭ জুলাই) বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে গঠিত ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ আদেশ দেন।

গত ৬ জুলাই পলাতক শেখ হাসিনা এবং আসাদুজ্জামান খান কামালের পক্ষে হাজির হন রাষ্ট্রপক্ষ নিযুক্ত আইনজীবী কুতুব উদ্দিন আহমেদ। এদিন তিন অভিযুক্তের মধ্যে একমাত্র হেফাজতে থাকা চৌধুরী আবদুল্লাহ আল-মামুন ট্রাইব্যুনালে উপস্থিত হন।

এর আগে ১২ মে আদালতের তদন্ত সংস্থার কাছ থেকে তদন্ত প্রতিবেদন পাওয়ার পর ১ জুলাই আনুষ্ঠানিকভাবে তিন অভিযুক্তের বিরুদ্ধে বিচার শুরুর আবেদন করে প্রসিকিউশন।

ট্রাইব্যুনাল আসামিদের বিরুদ্ধে অভিযোগগুলো ১ জুন আমলে নেয়, যার মধ্যে রয়েছে ঊর্ধ্বতন কর্মকর্তার দায়ভার, উসকানি, গণহত্যা, নির্যাতন ও দমন-পীড়নের নির্দেশনা।

মামলার অভিযোগে বলা হয়, জুলাই ও আগস্টে প্রতিবাদের সময় এ ধরনের কর্মকাণ্ডের ফলে অন্তত ১ হাজার ৪০০ জনের মৃত্যু হয়েছে। অভিযোগগুলো জয়েন্ট ক্রিমিনাল এন্টারপ্রাইজ (জেসিই) আইনের অধীনে আনা হয়েছে।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ