আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠনের আদেশ ২১ আগস্ট
গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় সাভারের আশুলিয়ায় ছয়টি মরদেহ পোড়ানো এবং একজনকে হত্যার ঘটনায় করা মামলায় ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশের জন্য আগামী ২১ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।
এ বিষয়ে উভয়পক্ষের শুনানি শেষে বুধবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ এর চেয়ারম্যান বিচারপতি মো. নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন- বিচারক মো. মঞ্জুরুল বাছিদ এবং বিচারক নূর মোহাম্মদ শাহরিয়ার কবীর।
রাষ্ট্রপক্ষে শুনানি করেন প্রসিকিউটর মিজানুল ইসলাম এবং গাজী এমএইচ তামিম। তাদেরকে সহযোগিতা করেন প্রসিকিউটর ফারুক আহমদ, সাইমুম রেজা তালুকদার এবং আবদুস সাত্তার পলওয়ান। অভিযোগ গঠনের বিষয়ে রাষ্ট্রপক্ষের শুনানি আগেই শেষ হয়েছিল। আজ আসামিপক্ষের শুনানি হয়।
১৬ জন আসামির মধ্যে আজ সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয় আটজনকে। তাদের মধ্যে ছিলেন সাবেক ঢাকা জেলা অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. আবদুল্লাহিল কাফী, সাবেক অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শহিদুল ইসলাম, ইন্সপেক্টর আরাফাত হোসেন, সাব-ইন্সপেক্টর মালেক, সাব-ইন্সপেক্টর আরাফাত উদ্দিন, সহকারী সাব-ইন্সপেক্টর কামরুল হাসান, আবজাল হোসেন এবং কনস্টেবল মুকুল।
এর আগে গত ২৮ জুলাই অভিযোগ গঠনের শুনানির জন্য আজকের দিন ঠিক করেন ট্রাইব্যুনাল। এরই ধারাবাহিকতায় আজ শুনানি হয়। তার আগে ২ জুলাই এই মামলায় ১৬ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ (ফরমাল চার্জ) আমলে নেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।
প্রসিকিউটরদের মতে, গত বছরের ৫ আগস্ট আশুলিয়ায় ছয় তরুণকে গুলি করে হত্যা করা হয় এবং পরে পুলিশ কর্মকর্তারা তাদের মরদেহ একটি পুলিশ ভ্যানে পুড়িয়ে ফেলেন। ঘটনার সময় একজন ভিকটিমকে জীবন্ত অবস্থায় পেট্রোল ঢেলে আগুন দিয়ে পোড়ানো হয় বলে জানা গেছে। এছাড়া ৪ আগস্ট আরেকজনকে হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়।
জানা গেছে, সাতজনের হত্যা এবং ছয়টি মরদেহ পোড়ানোর ঘটনায় পৃথক আইনি ব্যবস্থা নেয়া হয়েছে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে