ট্রাইব্যুনালের তদন্ত কর্মকর্তার কাছে লিখিত জবানবন্দি দিয়েছিলেন বদরুদ্দীন উমর: প্রসিকিউটর
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও আরও দুইজনকে আসামি করে করা মানবতাবিরোধী অপরাধের এক মামলায় বদরুদ্দীন উমর সাক্ষ্য দিয়েছেন বলে জানিয়েছেন প্রসিকিউটর গাজী মোনাওয়ার হুসাইন তামীম।
তিনি বলেন, এই মামলার তদন্ত কর্মকর্তার কাছে ইতিমধ্যে লিখিত জবানবন্দি দিয়েছেন বদরুদ্দীন উমর। তবে তিনি ট্রাইব্যুনালে এসে জবানবন্দি দেননি।
রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে সাংবাদিকের প্রশ্নের জবাবে প্রসিকিউটর গাজী মোনাওয়ার এসব কথা বলেন।
লেখক-গবেষক, রাজনীতিক ও জাতীয় মুক্তি কাউন্সিলের সভাপতি বদরুদ্দীন উমর আজ সকাল ১০টার কিছু পর রাজধানীর শ্যামলীর বাংলাদেশ স্পেশালাইজড হাসপাতালে মারা যান। তাঁর বয়স হয়েছিল ৯৪ বছর।
ঢাকার আইসিটি-১ চত্বরে প্রসিকিউটর তামিম সাংবাদিকদের জানান, ‘বদরুদ্দীন উমর ছিলেন অত্যন্ত গুরুত্বপূর্ণ সাক্ষী। তিনি ট্রাইব্যুনালে সরাসরি সাক্ষ্য না দিলেও তদন্ত পর্যায়ে লিখিত বক্তব্য জমা দেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে বলা আছে— কোনো সাক্ষী মারা গেলে তার দেয়া জবানবন্দি আদালত গ্রহণ করতে পারে, যদি মৃত্যুর পরিস্থিতি ও জবানবন্দির নির্ভরযোগ্যতা আদালতের কাছে সন্তোষজনক মনে হয়।’
এ মামলায় এখন পর্যন্ত ৩৬ জন সাক্ষী সাক্ষ্য দিয়েছেন। এর মধ্যে সাবেক আইজিপি আবদুল্লাহ আল-মামুন রাজসাক্ষী (অ্যাপ্রুভার) হিসেবে আদালতে সাক্ষ্য দিয়েছেন। তবে বদরুদ্দীন উমরের জবানবন্দি প্রমাণ হিসেবে গ্রহণের জন্য প্রসিকিউশন এখনও আনুষ্ঠানিকভাবে আবেদন করেনি।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে