Views Bangladesh Logo

শেখ হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা: স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসারের জবানবন্দি সরাসরি সম্প্রচার

 VB  Desk

ভিবি ডেস্ক

জুলাই-গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসার আগামীকাল বুধবার (২৪ সেপ্টেম্বর) তার জবানবন্দি পেশ করবেন। রাষ্ট্রপক্ষ জানিয়েছে, এই জবানবন্দি সরাসরি সম্প্রচারিত হবে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সাংবাদিকদেরিএ কথা জানান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

তিনি বলেন, মামলার গুরুত্বপূর্ণ সাক্ষীর জবানবন্দি সরাসরি ট্রাইব্যুনাল থেকে সম্প্রচার হবে। স্পেশাল ইনভেস্টিগেটিং অফিসারের নাম প্রকাশ করা হয়নি; তবে জানা গেছে তিনি প্রসিকিউটর তানভীর জোহা।

বুধবার ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেলের সামনে জবানবন্দি পেশ করবেন। প্যানেলের অন্য সদস্যরা হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ এবং অবসরপ্রাপ্ত জেলা ও দায়রা জজ মো. মোহিতুল হক এনাম চৌধুরী।

মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ