Views Bangladesh Logo

শেখ হাসিনার রায়ের বড় রাজনৈতিক প্রভাব দেখছে আইসিজি

 VB  Desk

ভিবি ডেস্ক

ন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ (আইসিজি) মনে করছে, মানবতাবিরোধী অপরাধে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ডাদেশ বাংলাদেশের রাজনীতিতে উল্লেখযোগ্য প্রভাব ফেলবে। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত নৃশংসতার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিলে বেলজিয়ামভিত্তিক এই সংস্থা তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এমন মন্তব্য করে।

আইসিজির বাংলাদেশবিষয়ক জ্যেষ্ঠ কনসালট্যান্ট থমাস কিয়ান এক বিবৃতিতে বলেন, “মানবতাবিরোধী অপরাধে শেখ হাসিনার দণ্ডাদেশকে বাংলাদেশে ব্যাপকভাবে স্বাগত জানানো হবে। ২০২৪ সালের জুলাই-আগস্টে বিক্ষোভকারীদের ওপর সংঘটিত নৃশংসতায় তাঁর দায় নিয়ে সন্দেহের অবকাশ খুব কম।” তিনি জাতিসংঘের তথ্য-অনুসন্ধান প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে জানান, সেই সময়কার সহিংসতায় প্রায় ১ হাজার ৪০০ মানুষের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

তবে বিচারপ্রক্রিয়া নিয়ে কিছু সমালোচনাও করেছে আইসিজি। তাদের মতে, আসামির অনুপস্থিতিতে বিচার, দ্রুত শুনানি এবং প্রতিরক্ষার জন্য পর্যাপ্ত সুযোগ না থাকা—এসব বিষয় সুষ্ঠু বিচার নিয়ে প্রশ্ন তৈরি করে। সংস্থাটি বলেছে, এসব সমস্যা বাংলাদেশের দীর্ঘদিনের বিচারব্যবস্থাগত দুর্বলতাকেই তুলে ধরে, যা ২০২৪ সালের আগস্টে ক্ষমতায় আসার পরও অন্তর্বর্তী সরকার যথাযথভাবে সমাধান করতে পারেনি।

বিবৃতিতে আরও বলা হয়, এই রায় শেখ হাসিনার রাজনৈতিক ভবিষ্যতের ওপর সুদূরপ্রসারী প্রভাব ফেলবে। “এ রায় ঘোষণার ফলে শেখ হাসিনার বাংলাদেশের রাজনীতিতে ফিরে আসার সম্ভাবনা এখন খুব কম। তিনি যত দিন পর্যন্ত আওয়ামী লীগের ওপর নিয়ন্ত্রণ ছাড়তে রাজি না হচ্ছেন, তত দিন দলটির রাজনীতিতে প্রত্যাবর্তনও সহজ হবে না।”

২০২৬ সালের ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন সামনে রেখে সাম্প্রতিক বোমা হামলা এবং আওয়ামী লীগের ‘লকডাউন’ কর্মসূচির ফলে দেশের রাজনৈতিক পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে উঠেছে বলেও উল্লেখ করেছে আইসিজি। সংগঠনটি বলেছে, আওয়ামী লীগের উচিত সহিংসতাপূর্ণ কর্মসূচি থেকে সরে আসা, আর অন্তর্বর্তী সরকারের উচিত দলটির সমর্থকদের ওপর অতিরিক্ত দমন-পীড়ন বন্ধ করা।


মতামত দিন

মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে

ট্রেন্ডিং ভিউজ