বাংলাদেশ না খেললে ২০ কোটি দর্শক হারাবে আইসিসি, ক্ষতি তাদেরই: বিসিবি সভাপতি
আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপকে কেন্দ্র করে আইসিসি যে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল, তা সরাসরি প্রত্যাখ্যান করেছে বাংলাদেশ। বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বলেছেন, যদি বাংলাদেশ না খেলে আইসিসি ২০ কোটি দর্শক হারাবে, ক্ষতি হবে তাদেরই।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে ক্রিকেটার, বিসিবি ও সরকারের নীতিনির্ধারকদের মধ্যে দীর্ঘ বৈঠকের পর বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় রয়েছে। বিসিবি ও সরকার স্পষ্ট জানিয়েছে, ভারতে কোনো ম্যাচ খেলা হবে না, পরিবর্তে ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের দাবিতেই তারা অটল।
সংবাদ সম্মেলনে বিসিবি সভাপতি বলেন, আইসিসি আমাদের ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিলেও একটি বৈশ্বিক সংস্থা এইভাবে চাপ প্রয়োগ করতে পারে না। আমরা আমাদের পরিকল্পনা অনুযায়ী শ্রীলঙ্কায় খেলার বিষয়ে আইসিসির সঙ্গে আলোচনা চালাব।
বিসিবি সভাপতি আরও উল্লেখ করেন, বাংলাদেশ না খেললে আইসিসি ২০ কোটি দর্শক হারাবে। ক্ষতিটা আইসিসিরই হবে। তিনি শ্রীলঙ্কাকে ‘সহ-আয়োজক’ হিসেবে মানতে অস্বীকৃতি জানিয়ে এটিকে ‘হাইব্রিড মডেল’ হিসেবে উল্লেখ করেন এবং আইসিসি সভায় এই বিষয়টি নিয়ে নিজের বিস্ময় প্রকাশ করেন।
উল্লেখ্য, গত বুধবার আইসিসি জানিয়েছিল, যদি বাংলাদেশ নির্ধারিত সূচিতে ভারতে খেলতে না আসে, তবে তার পরিবর্তে অন্য কোনো দলকে (সম্ভবত স্কটল্যান্ড) টুর্নামেন্টে অন্তর্ভুক্ত করা হবে।
মতামত দিন
মন্তব্য করতে প্রথমে আপনাকে লগইন করতে হবে